31 C
Bangladesh
Tuesday, September 26, 2023
spot_img

এরশাদ ট্রাস্ট নিয়ে এবার শোকজ বিদিশাকে

বাংলা স্টার অনলাইন ডেস্ক-ট্রাস্ট বিধি লঙ্ঘন করায় বিদিশা সিদ্দিককে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট। আগামী সাত কর্মদিবসের মধ্যে জবাব চেয়ে তার (বিদিশা সিদ্দিক) পত্রযোগ ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে। 

মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুন।
বিজ্ঞপ্তিতে এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ বলেছেন, ট্রাস্ট বিধি মোতাবেক সুবিধাভোগী সদস্য কখনও নতুন কোনো সদস্য নিয়োগ দেয়ার অধিকার রাখে না। এমনকি ট্রাস্ট পরিচালনায় এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে বা দিতে পারে না। আর ট্রাস্ট আইনমতে কেউ সদস্য না হয়ে সরাসরি ট্রাস্টের চেয়ারম্যান হতে পারেন না। সুতরাং এরশাদ ট্রাস্টের বৈধ পরিচালনা পর্ষদ থাকতে সেই বোর্ডের অনুমোদন ব্যতিত কাউকে নিয়োগ দেয়ার প্রসঙ্গটিই অবান্তর।

গত সোমবার রাজধানীর বারিধারায় অনুষ্ঠিত এরশাদ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের জরুরি সভা শেষে গণমাধ্যমকে এসব তথ্য জানান এরশাদ ট্রাস্ট চেয়ারম্যান কাজী মামুন।

কাজী মামুন আরও বলেন, এ সময়ে বৈঠকে ট্রাস্টি বোর্ডের বৈধ চারজন সদস্যই উপস্থিত ছিলেন। শুধু সুবিধাভোগী সদস্য শাহাতা জারাব এরশাদ এরিক বিদেশ ভ্রমণে থাকায় উপস্থিত থাকতে পারেননি। 

গেল ২৯ অক্টোবর নোটিশকৃত এরশাদ ট্রাস্টের জরুরি বৈঠকের সিদ্ধান্তমতে, ট্রাস্ট বিধি লঙ্ঘন করে বিদিশা সিদ্দিক সুবিধাভোগী (শাহাতা জারাব এরশাদ এরিক) সদস্যকে দিয়ে ভিডিও বার্তার মাধ্যমে চেয়ারম্যান নিয়োগের প্রচার কেনো চালিয়েছেন, তা জানতে চেয়ে প্রাতিষ্ঠানিকভাবে কারণ দর্শানোরও নোটিশ দিয়েছে এরশাদ ট্রাস্ট। আগামী সাত (৭) কর্মদিবসের মধ্যে জবাব চেয়ে তার (বিদিশা সিদ্দিক) পত্রযোগ ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে। 

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সদস্য বা চেয়ারম্যান নিয়োগে ট্রাস্ট বিধি লঙ্ঘন করে ভিডিও বার্তার মাধ্যমে চেয়ারম্যান হিসেবে একজনের নাম প্রকাশ করা হলেও, পরবর্তীতে আরো দুজনের নাম সদস্য হিসেবে অন্তর্ভূক্ত দেখানো হয়।এটাও ট্রাস্ট বিধি-বিধানের মধ্যে পড়ে না। শুধু তাই নয়, সুবিধাভোগীর নিরাপত্তাজনিত কারণে বিদেশ ভ্রমণে ট্রাস্টের দেয়া নিষেধাজ্ঞা অমান্য করে সৌদি আরবের উদ্দেশে রওয়ানার পর কি করে ওই দুইজনের নাম সদস্য হিসেবে লিখিতপত্রে স্বাক্ষর দেখানো হয়, তাও রহস্যজনক?

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা ছেড়ে যাবার দীর্ঘ সময় পর কি করে এরিক তাদের নিয়োগপত্রে স্বাক্ষর করলেন, তারও জবাব চাওয়া হয়েছে উক্ত নোটিশে। পাশাপাশি ভিডিও বার্তা ও চিঠি মারফত যাদের নিয়োগ দেয়া হয়েছে, তারা তিনজনই বিদিশার স্বঘোষিত জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। 

অন্যদিকে, সুবিধাভোগী শাহাতা জারাব এরশাদ এরিক স্বাক্ষরিত চিঠিতে ট্রাস্টের মেয়াদ শেষ হয়েছে বলে দাবি প্রসঙ্গে এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান বলেন, আগামী ২০২৪ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত এরশাদ ট্রাস্টি বোর্ডের বৈধ মেয়াদ রয়েছে। সুতরাং সুবিধাভোগীর চিঠিতে উল্লেখিত তথ্যটি সম্পূর্ণরূপে ভুল। মিথ্যা ও বানোয়াট তথ্যের ভিত্তিতে নতুন সদস্য বা চেয়ারম্যান নিয়োগের কথা বলা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

কাজী মামুন আরও জানিয়েছেন, ট্রাস্ট সদস্যদের সর্বসম্মতিক্রমে সুক্ষ্ম ভাবে ব্যাংক অ্যাকাউন্ট হিসাব নিরূপণে ট্রাস্টের সব ব্যাংক অ্যাকাউন্টের অর্থ উত্তোলন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। যা পরবর্তী বোর্ডের সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে। এছাড়া ট্রাস্টের স্থাবর-অস্থাবর সব ধরনের বার্ষিক আয় ও ব্যয়ের হিসাব নিরক্ষণের সিদ্ধান্তও নেয়া হয়েছে। 

এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান আরো জানান, প্রেসিডেন্টে পার্ক ও সুবিধাভোগির নিরাপত্তা বিবেচনায় প্রেসিডেন্টপার্কের সব কর্মচারি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে নিয়োগ দেয়া হবে। পাশাপাশি সুবিধাভোগীর নিরাপত্তা নিশ্চিতে প্রেসিডেন্টপার্কে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ও ট্রাস্ট কর্তৃক নিযুক্ত তত্ত্বাবধায়কের অনুমতি ছাড়া বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। 

কাজী মামুন বলেন, গত ২৭ অক্টোবর স্যোশাল মিডিয়ায় সুবিধাভোগীর (শাহাতা জারাব এরশাদ এরিক) ভিত্তিহীন ভিডিওবার্তা ছড়ানোর নেপথ্যে কোনো ষড়যন্ত্র হয়েছি কি না, তা আইনানুগভাবে খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে ট্রাস্টি বোর্ড।এছাড়া ট্রাস্টের তফসিলে বর্ণিত সম্পত্তি (ফ্লাট/ দোকান/ গাড়ি) সমূহের মাসিক ভাড়া ট্রাস্টের ব্যাংক অ্যাকাউন্ট ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেডে জমার সিদ্ধান্ত গৃহীত হয়। 

এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভায় আরো অংশ নেন সদস্য ফখর-উজ-জামান জাহাঙ্গীর, মো. শামসুজ্জামান মুকুল ও অ্যাডভোকেট কাজী রুবায়েত হাসান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,871FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles