29 C
Bangladesh
Saturday, September 30, 2023
spot_img

চর্যাপদ একাডেমির বই উপহার মাস

 বাংলা স্টর প্রতিনিধি-অক্টোবর মাস ছিলো চর্যাপদ একাডেমির বই উপহার মাস ২০২২। ছড়িয়ে দিতে বই, পথের মানুষ হই-শ্লোগানে গত ৩০ সেপ্টেম্বর বিকেলে দ্বিতীয় বারের মতো বই উপহার মাস ঘোষণা করে চর্যাপদ সাহিত্য একাডেমি। পুরো মাসজুড়ে চলে বই উপহার কর্মসূচি। পথেঘাটে, অফিস-আদালতে, এমনকি যানবাহনেও উপহার প্রদান করা হয় বই। টানা এক মাস চলে এই কর্মসূচি।

সোমবার (৩১ অক্টোবর) বিকেলে চাঁদপুর শহরের অঙ্গীকার ভাস্কর্যের পাদদেশে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হয় ২য় উপহার মাস। এবারের কর্মসূচির প্রতিপাদ্য ছিলো ‘বইয়ের দিকে বাড়াও হাত, ঘুচে যাবে অন্ধ-রাত।’

চর্যাপদ একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নির সভাপতিত্বে ও মহাপরিচালক রফিকুজ্জামান রণির সঞ্চালনায় প্রথমে শ্রেষ্ঠ সারথি সংবর্ধনা প্রদান করা হয়। তারপর আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংক্ষরণ অধিদপ্তর, চাঁদপুর শাখার সহকারি পরিচালক নুর হোসেন রুবেল, গিটারিস্ট দিলীপ ঘোষ, সংগীত প্রশিক্ষক বীরেন সাহা, চর্যাপদের সহ-সভাপতি আয়শা আক্তার রুপা, নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যান আসাদুল্লা কাহাফ, পরিচালক শিউলী মজুমদার, সহকারী পরিচালক ফেরারী প্রিন্স, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম, নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি ও গিটারশিল্পী ঐশী ঘোষ।

প্রথমেই প্রতিষ্ঠানের নিদের্শনা অনুযায়ী দেশের নানা প্রান্তে ছুটে গিয়ে বই উপহার প্রদান করা, কর্মসূচির প্রচার-প্রচারণা, অধিক দিবস কর্মসূচি পালন ও সর্বোচ্চ সংখ্যক বই উপহার প্রদান করে ‘বই মাসের শ্রেষ্ঠ সারথি-২০২২’ মর্যাদায় অভিষিক্ত হওয়া ৩ জনকে সংবর্ধনা প্রদান করা হয়।

তাদের মধ্যে সার্বিকভাবে শ্রেষ্ঠ হয়েছেন চর্যাপদ একাডেমির সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক এবং কর্মসূচির প্রচার-প্রচারণা ও বহুসংখ্যক বই উপহার প্রদানের ক্ষেত্রে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন একাডেমির পরিচালক শিউলী মজুমদার ও নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা।

বই উপহার মাসের আহ্বায়ক ও চর্যাপদ একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি বলেন, অক্টোবর মাসজুড়ে চলে বই উপহার কর্মসূচি। বৃষ্টি-বাদল, এমনকি ঘূর্ণি-ঝড়ের দিনেও বন্ধ থাকেনি বই উপহার কর্মসূচি। এ মাসে প্রায় এক হাজার বই উপহার দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি। যারা পাশে ছিলেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

সভাপতি নুরুন্নাহার মুন্নি বলেন, সাড়ে তিন বছরে প্রায় ৮০০০ বই উপহার দিয়েছি আমরা। প্রত্যন্ত অঞ্চলে ছুটে গিয়ে আমাদের সদস্যরা বই উপহার এসেছেন। তাদের এই পরিশ্রম তখনই সার্থক হবে যখন বইয়ের প্রতি সমাজের মানুষের ভালোবাসা বৃদ্ধি পাবে। ২য় বই উপহার মাসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পেন্সিল ফাউন্ডেশন, লেখক শাহাদৎ রুমন, কবি রকিবুল হাসান, কবি মামুন রশীদ, কবি আবু আফজাল সালেহ, কবি এস ডি সুব্রত, কবি সুবীর লরেন্স, কবি কাদের পলাশ, কবি সজীব মোহাম্মদ আরিফ, কবি আফরোজা অদিতি, অরুণা দে ও অঞ্জনা ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বও চাঁদপুরের বড় স্টেশন মোলহেডে আনুষ্ঠানিকভাবে অক্টোবর মাসকে ২য় বই উপহার মাস ঘোষণা করেন একাডেমির সহ-সভাপতি আয়শা আক্তার রুপা। এর আগে ফিতা কেটে অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক দীপক শীল। বই উপহার মাস ঘোষণার পর পহেলা অক্টোবর থেকে পুরো মাসজুড়ে পথেঘাটে, অফিস-আদালতে, স্কুল-কলেজে, এমনকি যানবাহনেও চলে বই উপহার কর্মসূচি। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের হাতে তুলে দেয়া হয় বই। মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এমন কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে বলে আয়োজকসূত্রে জানা যায়।

অনুষ্ঠান শেষে বই উপহার কর্মসূচি পালন ও শোভাযাত্রা বের করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,875FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles