29 C
Bangladesh
Sunday, October 1, 2023
spot_img

তিন বছর পর ভারতে ফিরলেন প্রিয়াঙ্কা

বাংলা স্টর প্রতিনিধি-অনলাইন ডেস্ক-প্রায় তিন বছর পর ভারতে ফিরেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ধারণা করা হচ্ছে, নিজের নামে প্রসাধনী ব্রান্ডের পাশাপাশি শ্যাম্পু ব্রান্ড চালুর জন্যই তার এবারের ভারত সফর। মঙ্গলবার সকালে তাকে মুম্বাইয়ে দেখা গেছে। মুম্বাই পৌঁছার পর ইনস্টাগ্রাম স্টোরিতে ফ্লাইটের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। 

স্বামী নিক জোনাস ও মেয়ে মালতী মেরির সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকেন প্রিয়াঙ্কা। ধারণা করা হয়েছিল, প্রিয়াঙ্কার এবারের ভারতের সফরের সঙ্গে তার মেয়েও সঙ্গে থাকবে। তবে মেয়েকে তিনি সঙ্গে এনেছেন কি না তা জানা যায়নি।
হলিউডের গায়ক নিক জোনাসকে বিয়ের আগে থেকেই বলিউডে অনিয়মিত হয়ে পড়েন প্রিয়াঙ্কা। তবে হলিউডে নিয়মিত কাজ করছেন তিনি। গত বছরের শেষের দিকে প্রিয়াঙ্কার ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশন’ ছবিটি মুক্তি পেয়েছিল। হলিউডে মুক্তির অপেক্ষায় আছে তার ‌‌‌‘ইটস অল কামিং ব্যাক টু ইউ’। ২০২১ সালের জানুয়ারিতে তার অভিনীত ছবি ‘দ্য হোয়াইট টাইগার’ ছবিটি মুক্তি পায়। হিন্দির পাশাপাশি ইংরেজি ভাষায়ও ছবিটি মুক্তি পেয়েছিল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,876FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles