34 C
Bangladesh
Thursday, June 1, 2023
spot_img

দাবি আদায় না হলে সড়ক ছাড়বে না শ্রমিকরা

বাংলা স্টার নিজস্ব প্রতিবেদক-কমলাপুরের পাশে বিআরটিসি বাস ডিপো থেকে নটর ডেম কলেজ পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ‘অলিও অ্যাপারেলস’র শ্রমিকরা। বেতন-ভাতা বকেয়া রেখেই কারখানা সরিয়ে নেয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। বিক্ষোভরত পোশাক শ্রমিকেরা কারখানার মালিকের কাছে পাঁচ দফা দাবি জানিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা।
মঙ্গলবার সকাল ৮টার দিকে ‘ওলিও অ্যাপারেলস’ কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকেরা রাস্তায় অবস্থান নেয়ায় দুপাশে যান চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকেরা বলছেন, তাদের বেতন-ভাতা পরিশোধ না করেই কারখানাটিকে রাজধানীর উত্তরখানে স্থানান্তর করা হচ্ছে।

শ্রমিকরা জানান, এই পোশাক কারখানায় প্রায় ২৮০০ শ্রমিক কাজ করেন। এর মালিক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদি। নোটিশ ছাড়া কারখানা বন্ধ করে দেয়ায় তারা এখন রাস্তায় এসে দাঁড়িয়েছেন। কারখানা উত্তরখানে স্থানান্তর হবে বলে তারা শুনেছেন। তবে এ বিষয়ে কর্তৃপক্ষ কিছু জানায়নি।

মতিঝিল থানার পুলিশ পরিদর্শক (পেট্রোল) বেলাল হোসেন বলেন, ওই কারখানায় প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন। মালিকরা বেতন-ভাতা পরিশোধ না করেই কারখানা সরিয়ে নিচ্ছে বলে শ্রমিকরা অভিযোগ করছেন।

বেলাল হোসেন আরও বলেন, শ্রমিকরা সকালে কমলাপুরের পাশে বিআরটিসি বাস ডিপো থেকে নটর ডেম কলেজ পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে যান। প্রথমে তারা ওই সড়কের একপাশে থাকলেও পরে দুইপাশেই অবস্থান নেন। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করে পুলিশ সমস্যা সমাধানের চেষ্টা করছে।

বিক্ষোভকারী শ্রমিকেরা বলছেন, কারখানার মালিক আব্দুস সালাম মুর্শেদি এসে শ্রমিকদের পাঁচ দফা দাবি মেনে না নেয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।

শ্রমিকদের পাঁচ দফা দাবি হলো—নোটিশ পে বাবদ শ্রমিকদের চারটি বেসিক প্রদান করতে হবে; সার্ভিস বেনিফিট বাবদ প্রতি বছরের জন্য ১ টি করে বেসিক প্রদান করতে হবে; বাৎসরিক ছুটির টাকা প্রদান করতে হবে; মাতৃত্বকালীন ছুটির টাকা দিতে হবে; দুটি ঈদ বোনাস দিতে হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,790FollowersFollow
20,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles