33 C
Bangladesh
Saturday, September 30, 2023
spot_img

যুব সমাজের নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে- কামরুল হাসান

বাংলা স্টার অনলাইন ডেস্ক।‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ স্লোগানে চাঁদপুরে জাতীয় যুবদিবস ২০২২ উপলক্ষে যুব সমাবেশ ও যুব র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) বেলা ১১টায় চাঁদপুর যুব ভবনের সামনে থেকে র‌্যালি বের করা হয়। পরে যুব ভবনের প্রশিক্ষন কেন্দ্রে যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

তিনি বক্তব্যে বলেন, উদ্যোমীদেরকে স্বপ্ন দেখাতে হবে, যুব সমাজের নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে যুব সমাজের প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যই নিজেকে একজন সফল আত্মকর্মী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করা যায়। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে। দক্ষতা অর্জন করেই স্বাবলম্বীর পথে হাটতে হবে। প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে থাকলে চলবেনা, যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিলে বিভিন্ন ব্যাংক সহজ শর্তে ঋন নিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু করে এ পর্যন্ত সকল ক্লান্তিকালে যুবকরাই এগিয়ে এসেছে এবং নেতৃত্ব দিয়েছে। দক্ষতা যুবকদের, এগিয়ে যাবে দেশ। উন্নত বাংলাদেশ গড়ার জন্য যুবকদেরকেই নেতৃত্ব দিতে হবে।

চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক নুর মোহাম্মদের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন অফিসার মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈদ পাটোয়ারী দুলাল।

শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর যুব উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্রের ডিপিসি কফিল উদ্দিন, সংগঠক সেলিম পাটওয়ারী, আয়শা বেগম মুন্নী, আবদুর রহমান রিজভী, আবু হানিফ প্রমুখ।

এ সময় প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তা, যুব উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে যুব ঋণের চেক বিতরণ, শ্রেষ্ঠ যুব সংগঠকগনকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেওলায়াত পাঠ করেন প্রশিক্ষণার্থী মোঃ আল আমীন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,875FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles