29 C
Bangladesh
Sunday, May 28, 2023
spot_img

১০ ডিসেম্বরের পর বিএনপিকে লালকার্ড দেখানো হবে’-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

 বাংলা স্টর গাজীপুর প্রতিনিধি -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- ১০ ডিসেম্বরের পর থেকে নাকি দেশ খালেদা জিয়ার কথায় চলবে, আমার প্রশ্ন খালেদা জিয়া কী জনগণের ভোটে নির্বাচিত। দেশের মানুষ কি তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে? আমরা জানতে চাই তারা কিভাবে সরকার গঠন করবে? কিভাবে ১১ ডিসেম্বর থেকে আপনারা রাষ্ট্র চালাবেন তা পরিষ্কার করুন।

সংবিধানের কোন বিধানে ক্ষমতায় আসবেন। আপনারা ১০ ডিসেম্বরের পরে তৃতীয় কোন শক্তিকে ক্ষমতায় দেখতে চান কিনা এটা পরিষ্কার করেন। তিনি বলেন, বরং ১০ ডিসেম্বরের পর বিএনপিকেই লালকার্ড দেখানো হবে।

সোমবার বিকালে গাজীপুর মহানগর আওয়ামী যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলন মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় প্রধান আলোচক হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, বিএনপি দেশকে আবারও ব্যর্থ রাষ্ট্র বানাতে চাচ্ছে। তাদের সময় দেশ ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তারা যেভাবে ব্যর্থ হয়েছিল, তেমনি তারা আজও দেশকে ব্যর্থ বানানোর চেষ্টা করছে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, যুব ও মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আক্তার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, সহ-সভাপতি গাজীপুর সিটি করপোরেশনের (ভারপ্রাপ্ত) মেয়র আসাদুর রহমান কিরণ, সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল, আওয়ামী যুব ও মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি জাকিয়া পারভীন মনি এমপি, সাংগঠনিক সম্পাদক ফারজানা ইয়াসমিন বিপ্লবীসহ যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আক্তার গাজীপুর মহানগর আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি হিসেবে অ্যাডভোকেট আয়শা আক্তার, সহ-সভাপদি অ্যাডভোকেট সেলিনা আক্তার ও সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনুর নাম ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত কর্মী-সমর্থকরা হাততালি দিয়ে তাদের সমর্থন জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,782FollowersFollow
20,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles