29 C
Bangladesh
Sunday, October 1, 2023
spot_img

নির্বাচনে ‘দলীয় প্রার্থীদের পরাজয়ের পেছনে দায়ীদের ছাড় নেই-প্রধানমন্ত্রী

বাংলা স্টার রিপোট-স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পরাজয়ের পেছনে ‘দলের দায়ীদের ছাড় দেওয়া হবে না’ বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘নৌকাকে যারা হারিয়েছে তাদের আমি শিক্ষা দেবো।’ আগামী জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং হবে বলেও এসময় তিনি দলের সংসদ সদস্যদের সতর্ক করে দেন। 

এদিকে বৈঠকে দলীয় উপনেতা নির্বাচনের বিষয়ে কোনও আলোচনা হয়নি বলে জানা গেছে। বুধবার (২ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় এসব বিষয়ে আলোচনা হয় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, সভার শুরুতে সংসদে দলের প্রধান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বক্তব্য দেন। এরপরে দলের বেশ কয়েকজন সংসদ সদস্য বক্তব্য দেন।

বৈঠকে অংশ নেওয়া একাধিক এমপি বলেন, দলীয় সভাপতি বিএনপি’র আন্দোলন সংগ্রাম নিয়ে কথা বলেছেন। বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের কোনও বাধা থাকবে না উল্লেখ করে সরকারপ্রধান বলেন, আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি। তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চায়, করবে। তবে আন্দোলনের নামে অতীতের মতো অগ্নিসন্ত্রাস করলে ছাড় পাবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। এক্ষেত্রে তাদের কঠোর হস্তে দমন করা হবে বলে তিনি জানান।

সংসদ সদস্যকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, সামনে জাতীয় সম্মেলন। আমার কাছে তথ্য আছে—অনেক জায়গায় এমপিরা, জেলা-উপজেলা সম্মেলন করতে দেন না। নিজেরাও দায়িত্বশীল হয়ে সম্মেলন করেন না। সংসদ সদস্যদের এ ধরনের আচরণ বন্ধ করতে হবে। দ্রুত এসব জায়গায় সম্মেলন করতে হবে। জাতীয় সম্মেলনের আগে এসব জায়গায় সুন্দরভাবে সম্মেলন অনুষ্ঠান দেখতে চাই।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং হবে এমন ইঙ্গিত দিয়ে সরকারপ্রধান বলেন, নির্বাচন সবসময় চ্যালেঞ্জিং। এবার আরও বেশি চ্যালেঞ্জের হবে। দেশের মানুষ খুবই বিস্মৃতিপ্রবণ। আমরা যেসব উন্নয়ন করি তারা উন্নয়নের কথা ভুলে যায়। মানুষকে সরকারের উন্নয়নের কথা বারবার মনে করিয়ে দিতে হবে।

আওয়ামী লীগ সভাপতি স্থানীয় পর্যায়ের চলমান উন্নয়ন প্রকল্পগুলো তদারকি করার জন্য দলীয় সংসদ সদস্যদের নির্দেশ দেন। তিনি বলেন, যেসব উন্নয়ন কাজ চলছে সেটা যেন ঠিকমতো হয় তা দেখতে হবে। সরকারের কৃচ্ছ্রসাধনের সিদ্ধান্তের কথা জানিয়ে জরুরি প্রয়োজন ছাড়া নতুন কোনও প্রকল্প গ্রহণ করা হবে না বলে তিনি জানান।

বৈঠকে উপস্থিত সরকার দলের এক সিনিয়র এমপি ও বর্তমান সরকারের মন্ত্রিসভার সদস্য বাংলা ট্রিবিউনকে জানান, বিভিন্ন সময় স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী লীগ মনোনীত যেসব প্রার্থী পরাজিত হয়েছে, তার জন্য দলীয় নেতাকর্মীর বিরোধিতার কথা উল্লেখ ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেছেন, আমি নৌকার মনোনয়ন দিয়েছি। কিন্তু অনেক নেতা আমার প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছে। তাদের কারণে অনেক জায়গায় নৌকা হেরে গেছে। নৌকাকে যারা হারিয়েছে তাদের উপযুক্ত শিক্ষা দেওয়া হবে।

সূত্র জানায়, হুইপ আতিউর রহমান আতিক তার বক্তব্যে এসব এলাকায় উন্নয়নকাজের সমবণ্টন হচ্ছে না বলে বক্তব্য তুলে ধরেন। তিনি তার বক্তব্যে সংশ্লিষ্ট মন্ত্রীদের উদ্দেশ্য করে উন্নয়নকাজে নিজের এলাকাকে প্রাধান্য না দিয়ে সকল এলাকার দিকে নজর দেওয়ার অনুরোধ করেন।

মন্ত্রীদের উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, উন্নয়ন কাজ হলেই নির্বাচনে আমরা আবার জয়ী হবো। আমরা জয়ী হলে দল ক্ষমতায় আসবে। আর দল ক্ষমতায় এলে আপনারা আবারও মন্ত্রী হবেন।

এদিকে কয়েকজন সংসদ সদস্য বক্তব্যকালে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তারা বলেন, অনেকে নৌকা নিয়ে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি হওয়ার পরে আমাদের মূল্যায়ন করে না। তারা আমাদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেয়। স্থানীয় পর্যায়ের দলীয় সম্মেলনে আমাদের গুরুত্ব দেওয়া হয় না।

ঢাকার এমপি ও ব্যবসায় সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল আলম মহিউদ্দিন বক্তব্যকালে আমলাদের বিরুদ্ধে ক্ষোভের কথা জানান। তিনি বলেন, আমলা এবং এনবিআরের কর্মকর্তাদের জ্বালায় ব্যবসায়ীরা অতিষ্ঠ। তারা ব্যবসা করতে পারছেন না। ব্যবসায়ীরা এদের হাত থেকে মুক্তি চায়।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের হুইপ নূর-ই-আলম চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, দীর্ঘদিন পরে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী আমাদের বেশকিছু নির্দেশনা দিয়েছেন। নির্বাচনকে সামনে রেখে আমাদের জনগণের দ্বারে দ্বারে যেতে বলেছেন। অভ্যন্তরীণ কোন্দল মেটাতে বলেছেন।

নুরু উদ্দিন নয়ন, সাগুফতা ইয়াসমিন এমিলি, আতিকুর রহমান আতিক, ছোট মনির, হাবিবুর রহমান হাবীব, মোতাহার হোসেন, আ. ক. ম. সরোয়ার জাহান, রুবিনা আক্তার মিরা, মমতাজ বেগমসহ বেশ কয়েকজন সংসদ সদস্য বক্তব্য রাখেন। জানা গেছে, বক্তব্য প্রদানে দলীয় প্রধান সংরক্ষিত নারীদের প্রাধান্য দিয়েছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,876FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles