
বাংলা স্টার রিপোট- চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার বলাখাল-রামপুর সড়কে পাশের ঝোপের ভিতর থেকে মজিবুর রহমান (৪৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকালে বলাখাল মাদ্রাসার পাশের ঝোপের ভিতরে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয় অজ্ঞাত লাশটি। পরে বিকেলে মিলেছে লাশের পরিচয়। তার বাড়ি চাঁদপুর সদর উপজেলার বহরিয়া গ্রামে। সে পূর্ব দেবপুর হাজী বাড়িতে ভাড়া বাসায় থাকতেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, হাজীগঞ্জ পৌরসভার বলাখাল মাদ্রাসার পাশে একটি ঝোপ-ঝাড়ের ভিতর মজিবুর রহমানের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। ধারনা করা হচ্ছে ৪-৫ দিন ধরে লাশটি এখানে পড়ে ছিল। একজন পথচারি পঁচা গন্ধ পেয়েছে। পঁচা গন্ধ পেয়ে লাশের সন্ধান মিললে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। সন্ধ্যায় তার পরিচয় মিলেছে। তবে এখনও তার মৃত্যুর কারণ জানা যায়নি।