
বাংলা স্টার হাজীগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জের তরুণী আসমা আক্তার বেলি বিয়ের দাবীতে কচুয়ার ৫নং সহদেবপুর ইউনিয়নের দারাশাহী তুলপাই গ্রামের মৌলভী বাড়িতে অনশন করছে।
আসমা আক্তার হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামের গফুরআলী হাজী বাড়ির কামাল হোসেনের মেয়ে।
প্রেমিক আনোয়ার হোসেন দারাশাহী তুলপাই গ্রামের মৌলভী বাড়ির জামাল হোসেনের ছেলে। সে গত সাড়ে ৪ বছর যাবত কাতারে ছিল। সম্প্রতি দেশে এসে বেলির সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। বৃহস্পতিবার (৩ নভেম্বর) থেকে বেলি আক্তার বিয়ের দাবীতে অনশন করছে।
এ বিষয়ে শনিবার (৫ নভেম্বর) সহদেবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সমঝোতা হওয়ার কথা রয়েছে। তবে বেলি আক্তার বিয়ে ছাড়া কোন অন্য কিছুই মানতে নারাজ বলে জানান।