
কাজী মেহেদী হাসান-ঢাকা হাজারি বাগ্ এলাকায় দেশে মাধক সন্ত্রাস ইভটিজিং চাদাবাজ কিশোর গেং নির্মলূ এর বিরুদ্ধে আলোচনা সভা
অনুষ্ঠতি। শনবিার ৫ নভেম্বের হাজারি বাগ্ এলাকায় ৫ নং বিট এবং হাজারী বাগ থানা ডি্এমপি বাস্তবায়নে এই সভা অনুষ্ঠতি হয়। উক্ত অনুষ্ঠনে
প্রধানি অতিথি হিসাবে বক্ত রাখেন সহকারি পুলশি কমিশনার ডিএমপি আব্দুল্লাহ আল মামুন্ এ সময় তিনি বলেন দেশে মাধক সন্ত্রাস ইভটিজিং চাদাবাজ কিশোর গেং নির্মলূ করতে হলে পুলিশের পাশা পাশি আপনাদের সহযোগিতা প্রয়োজন। তবে মাধক
নিয়ন্ত্রণ করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানো যাবে না উল্লেখ করে মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কাজ করতে হব।
মাদক আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এই মাদকের কারণে অনেক পরিবারও আজ ধ্বংসের মুখে। মাদক নিয়ন্ত্রণে একযোগে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার থেকেও সেচেতনতা তৈরি করতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কাউন্সিলর হাজী মোহাম্মদ নুর আলম চৌধুরী তিনি বলেন
বিশেষ করে পরিবারের নবীন সদস্যদের মাদকের কুফল সম্পর্কে জানানোর দায়িত্বটা সদস্যদের পালন করতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকেও মাদকের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান গ্রহণ করতে হবে।
করোনা মহামারির সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিলো। সেসময় কিছু কিশোর গ্যাং তৈরী হয়েছে। এসব কিশোর গ্যাঙের কুপ্রভাব এখনও রয়েছে। মাদকের পাশাপাশি কিশোর গ্যাং নিয়েও কাজ করতে হবে। এ দের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে সবাই সহযোগিতা করতে হবে। অনুষ্ঠানে বিশেষ
অতিথি হিসাবে বক্তব্য রাখেন অফিসার ইনর্চাজ হাজারী বাগ থানা ডিএমপি এ কে সাইদুল ভূইয়া, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ হুমায়ূন কবির,পুলিশ পরিদর্শক অপারেশন এনামূল হক খন্দকার, সাবেক সহ সভাপতি কামরাঙ্গীচর থানা আওয়ামী লীগ হাজী আব্দুর রহিম,সাবেক সিনিয়র সহ সভাপতি ৫৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ হাজী মোঃ সালাউদ্দিন,অনুষ্ঠান সভাপতিত্ব সাবেক সহ সভাপতি ৫৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ হাজী মোঃ আব্দুর রশিদ
সরকার। এ সময় গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্তিত ছিলেন।