
বাংলা স্টার অনলাইন-রোববার কন্যা সন্তানের মা হয়েছেন আলিয়া ভাট। ভারতের মুম্বাইয়ের হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। পিংক ভিলা হাসপাতালে যাওয়ার মুহূর্তের ছবিটি প্রকাশ করে, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে।
সন্তানের প্রসবের খবর জানিয়ে আবেগঘন পোস্ট করেন আলিয়া। সিংহ, সিংহী এবং শাবকের ছবির নীচে লেখা, ‘আমাদের জীবনের সেরা খবর। আমাদের সন্তান হয়েছে.. ও এক মায়াবী কন্যা (লাল হৃদয়ের ইমোজি)। আমরা ভালোবাসায় পরিপূর্ণ- আশীর্বাদপ্রাপ্ত এবং আবেগময় পিতামাতা! আলিয়া এবং রণবীরের পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। ‘
পোস্টের ক্যাপশনে ছোট্ট হৃদয়চিহ্ন জুড়ে দিয়েছেন নায়িকা।
পোস্টের নিচে আলিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্তরা। বাদ যাননি বলিউডের তারকারাও।
হাসপাতাল সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মা ও সন্তান দুজনেই একদম সুস্থ রয়েছেন। কাকতালীয়ভাবে ঋষি কাপুর যে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, সেই হাসপাতালেই সন্তান প্রসব করেন অভিনেত্রী।