
বাংলা স্টার রিপোট-চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (০৬ নভেম্বর) সকাল ৮টায় এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ছবিসহ ভোটার তালিকা হাল নাগাদের উদ্বোধন করেন আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী।
ভোটার তালিকা হালনাগাদের সময় ইউপি চেয়ারম্যান নতুন ভোটারদের স্বাগত জানান এবং ভোটারদের সার্বিক খোঁজ খবর নিয়ে যেন কোন সমস্যা না হয়, সেজন্য সার্বক্ষণিক খোঁজ খবর রাখেন, জন্মনিবন্ধনের বিষয়গুলো তাৎক্ষণিক সমাধাণ করেন। সুন্দর ভাবে নতুন ভোটাররা ছবিসহ ভোট তুলতে পেরে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
ইউপি সচিব আবু বকর মানিক নতুন ভোটার তালিকা হালনাগাদ করার জন্য তার ফেজবুক আইডিতে আগের দিনেই স্থান ও ওয়ার্ডের তালিকা দিয়ে সবাইকে জানিয়ে দেন, এ ছাড়া ও তিনি দ্রুত অনলাইনে জন্মনিবন্ধের জন্য সার্বিক ভাবে সহযোগীতা করন।
এ সময় ইউপি সদস্য দুলাল মাল, সোহাগ খান, বিল্লাল মাল, শিল্পী বেগমসহ বিভিন্ন ওয়ার্ডের সদস্যগন উপস্থিত ছিলেন। ছবিসহ ভোটার তালিকা প্রথম দিন, এক,দুই,তিন এবং চার নং ওয়ার্ডে ছবিসহ ভোটার তালিকা হাল নাগাদ করা হয়।