35 C
Bangladesh
Thursday, June 1, 2023
spot_img

১০ ডিসেম্বর চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন

বাংলা স্টার চাঁদপুর রিপোট-আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং দলকে সুসংগঠিত করার লক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের অন্তর্গত প্রতিটি উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে জরুরি মত বিনিময় সভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের হুইপ এর কক্ষে এ সভার আয়োজন করা হয়।সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসহ চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারন করা হয়।
আগামী ২৬ নভেম্বর হাজীগঞ্জ, ২৭ নভেম্বর শাহরাস্তি, ৫ ডিসেম্বর হাইমচর, ৬ ডিসেম্বর চাঁদপুর সদর ও পৌর এবং ৮ ডিসেম্বর কচুয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।বাকি মতলব উত্তর ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন পরবর্তী সিদ্ধান্তে জানানো হবে।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সব উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলন শেষে আগামী ১০ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।সভায় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগ কর্তৃক সাংগঠনিক টিম সদর উপজেলার টিম প্রধান আব্দুর রব ভূঁইয়া, সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগ কর্তৃক সাংগঠনিক টিম পৌর টিম প্রধান ডা. জে আর ওয়াদুদ টিপু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগ কর্তৃক সাংগঠনিক টিম হাইমচর উপজেলার টিম প্রাধন আহসান উল্লাহ আখন্দ, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো. জিল্লুর রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু নাসের বাচ্চু পাটোয়ারীসহ প্রতিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,790FollowersFollow
20,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles