
বাংলা স্টার মতলব উত্তর রিপোট- চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে বুধবার (৯ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ চত্তর থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও মেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ড. শামসুল আলম।
বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ সর্বপ্রথম ২০০৯ সালে ব্যবহার, প্রচার ও কার্যক্রম শুধু হয়েছিল। তখন মানুষ বুজতো না ডিজিটাল কি? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এর কল্যাণে আজকের এই ২০২২ সালে মানুষ পুরোপুরি বুজতে পেরেছে ডিজিটাল কি। বর্তমানে ইন্টারনেটে সকল কার্যক্রম সম্পাদন করা যাচ্ছে। এটাই ডিজিটাল বাংলাদেশ। যেকোনো ব্যাংকিং, শিক্ষার্থীদের ভাতা প্রদান, বয়স্ক ও বিধবা ভাতা প্রদান এবং মাতৃত্বকালীন ভাতা প্রদান সহ সকল লেনদেন ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে।
ড. শামসুল আলম আরো বলেন, বাংলাদেশ শুধু ডিজিটাল খাতেই নয় সবখাতেই উন্নত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় কর্ম দক্ষতায় বাংলাদেশ আজ উন্নত দেশের শিখরে। তাই আওয়ামী লীগের অনেক জনপ্রিয়তা রয়েছে। আগামী ২০২৪ সালের ৫ই জানুয়ারী নির্ধারিত সময়েই নির্বাচন হবে। সকলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
ভার্চুয়ালী যুক্ত হয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব এর উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আবুল কালাম আজাদ, ওসি মোঃ মহিউদ্দিন, প্রকৌশলী মোঃ শাহজাহান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন