33 C
Bangladesh
Saturday, September 30, 2023
spot_img

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশদ্ভূত জয় ৪ জনের

বাংলা স্টার যুক্তরাষ্ট্র প্রতিনিধি-যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশদ্ভূত চার প্রার্থী বিজয়ী হয়েছেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ভোট দেন বাংলাদেশি আমেরিকান নাগরিকরা।

ভোটে বিজয়ীরা হলেন জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান ও নাবিলা ইসলাম, কানেকটিকাট স্টেট সিনেটর মো. রহমান ও নিউ হ্যাম্পশায়ার হাউস অব রিপ্রেজেনটেটিভিস আবুল খান।

মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ৩৫টি ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবকটিতে ভোট হয়। এ ছাড়া ৩৬টি স্টেটে গভর্নর পদ ও সবকটি অঙ্গরাজ্যের আইন সভায় নির্বাচন হয়।

এবারের নির্বাচনে জর্জিয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান। জর্জিয়া স্টেট সিনেটে প্রথমবারের মতো নির্বাচন করে জয়ী হন নাবিলা ইসলাম। এ ছাড়া কানেকটিকাট স্টেট সিনেটে বিজয়ী হন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত মো. রহমান। তারা সবাই ডেমোক্র্যাটিক পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। নিউ হ্যাম্পশায়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভস পদে টানা পঞ্চমবারের মতো বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত আবুল খান।

মধ্যবর্তী নির্বাচনে চারজনের বিজয়ে উল্লসিত যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। নিউইয়র্কের মূলধারার তরুণ রাজনীতিক আহনাফ আলম ও জর্জিয়ার তানজিনা ইসলাম চার বাংলাদেশি আমেরিকানের বিজয়ে তাদের অভিনন্দন জানিয়েছেন।

প্রসঙ্গত, এই নির্বাচনে নিউইয়র্কসহ বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন স্টেটের ভোটকেন্দ্রে অন্য ভাষার সঙ্গে বাংলাতে নির্দেশনা দেওয়া হয়। নিউইয়র্কে ব্যালট পেপারও ছিল বাংলায়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,875FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles