
স্টাফ রিপোর্টার। চাঁদপুর ডিসি অফিসের সামনে মামলার আসামির প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় বাদী মাসুদুর রহমান তালুকদার ৪২ আহত হয়ছে। ১০ নভেম্বর বৃহস্পতিবার ২ টা:৩০ মিনিট্এর সময় চাঁদপুর ডিসি অফিসের সামনে চাঁদপুর কুমিল্লা মহাসড়কের পাশে প্রকাশ্যে সন্ত্রাসী কায়দায় হামলায় মামলার বাদী মাসুদুর রহমান। এদিকে আহত মাসুদুর রহমান বাড়ি হাজিগঞ্জ উপজেলার ৬ নং বরকুল ইউনিয়নের সেনগাও বাজার এলাকার মৃত্যু আবুল ফারহা তালুকদারের ছেলে তিনি জানান বাড়ির উপর মোহাম্মদ মহাসিন তালুকদার (২৮) আমার প্রতষ্ঠিানে চাকরী দে্ই
চট্টগ্রাম আমার ব্যবসা-বাণিজ্য থেকে গত করোনার মধ্যে ৫২ লক্ষ টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। টাকা উদ্ধারের জন্য
আমি ন্যায় বিচার পাবার জন্য চাঁদপুর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে একটি প্রতারণা মামলা করি যাহা মামলার নং ৩১০ /২২ ঐ মামলার আসামী মোঃ মহসিন তালুকদার আটক হয়। তারপর এলাকার পাঞ্জাত নিয়ে বিচারের সাল্লিশি বসায় ঐ সাল্লেশি বৈঠকে আমাকে ১৪ লক্ষ টাকা স্ট্যাম্প এর মাধ্যমে দিবে এবং ৬ মাসের সময়সূচি উল্লেখ্য করে দেয়। কিন্তু ৬ মাস পার হলে টাকা দিবে দূরের কথা তাকে খুঁজে পাওয়া যায়নি।
টাকার জামিনদার হন তার আত্মীয়-স্বজনরা। তাহারা টাকা না দিয়ে উল্টো আমাকে প্রাণ নাসের হুমকি প্রদর্শন করে। পরে জীবনের নিরাপত্তার চেয়ে
চাঁদপুর বিজ্ঞ আদালতে গত ১৩/১০ ২২ ইং তারিখে আরেকটি মামলা দায়ের করি যাহা মামলার নং ৯৫৭ এই মামলার যারা আসামি তারা হলেন মোহাম্মদ মহসিন তালুকদার (২৮) পিতা মৃত আবুল খায়ের তালুকদার সাং দিক চাইল পোস্ট সেন্দ্রা বাজার থানা হাজিগঞ্জ
মোঃ আব্দুর রহমান সুমন (৩৫) সাংঐ মোঃ শরীফুল ইসলাম ওরফে আহাম্মেদ সাকী ( ৩৫) পিতা নুরুল ইসলাম খোকন সাং গোপাল ফোঢ় ভূইয়া বাড়ি , শারমিন আক্তার ২২ স্বামী মহসিন তালুকদার সাং ঐ ফারহান আহাম্মেদ সিফাত (২০) পিতা নুরুল ইসলাম খোকন ফাতেমা বেগম (৩৮) স্বামী মুজিবুল হক সাং সোনাইমুড়ি, আসমা বেগম (২৫) স্বামী মাসুদ গাজী সাং সেন্দ্রা মোবাশ্বেরা বেগম ৫০ স্বামী মৃত্যু আবুল খায়ের। বৃহস্পতিবার মামলার শুনানি
ছিল আমি আদালত থেকে বের হয়ে আসলে মামলার ১ং আসামী মহসিন তালুকদার এর নির্দেশে আমার ওপর সন্ত্রাসী হামলা চালায় আমাকে মেরে ফেলার জন্য এ হামলা চালিয়েছে আমি ডাক চিৎকার দিলে মানুষ এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আমি চাঁদপুর জেলা প্রশাসক পুলিশ সুপারের মাধ্যমে বিজ্ঞ আদালতে এর বিচার চাই।