29 C
Bangladesh
Sunday, October 1, 2023
spot_img

পরীমণির ইঙ্গিতপূর্ণ পোস্ট, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি মিমের 

বাংলা স্টার বিনোদন প্রতিবেদক- ঢাকা চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়িকা মিমচিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়িকা মিম। ফাইল ছবি
আজ বৃহস্পতিবার ঢালিউডের চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন। বিশেষ এই দিনের প্রথম প্রহরে তাকে এবং শরিফুল রাজকে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। স্ট্যাটাসে নির্মাতা রায়হান রাফীকেও ছাড় দেননি তিনি।

বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিমকে উদ্দেশ্য পরীমণি লেখেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’
আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

স্বামী শরিফুল ইসলাম রাজকে উদ্দেশ্য করে লেখেন, ‘এটা এত দূর গড়াতে দেওয়া উচিত হয়নি।’ সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে স্ট্যাটাসটি শেষ করেন এ তারকা। তবে কী কারণে পরীমণি মাঝরাতে হঠাৎ এমন বাজ ফেললেন সে বিষয়ে কিছুই লেখেননি।

তবে এবারই প্রথম নয় এর আগেও সোশ্যাল মিডিয়ায় পরীমণি নাম উল্লেখ না করে বিদ্যা সিনহা মিমকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। তবে এবার নাম ধরে স্ট্যাটাস দিলেন। মুহূর্তেই পরীমণির স্ট্যাটাসটি ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন তাহলে কি সুখে আছেন পরীমণি? কেউ কেউ আবার বিদ্যা সিনহা মিমকে দোষারোপ করছেন।

এই বিষয়ে মন্তব্য করতে বেশি সময় নেননি মিম। আজ বৃহস্পতিবার দুপুরেই সোশ্যাল মিডিয়ায় জবাব দিয়েছেন। পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। 

ফেসবুকে দেওয়া মনগড়া, মিথ্যা, বানোয়াট স্ট্যাটাস নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে মিম লেখেন, ‘আমি জানি আমার পারিবারিক শিক্ষা ও মূল্যবোধ কী, বেড়ে উঠেছি কোন ধরনের পারিবারিক আবহে, আমার চারপাশটা কেমন—এখন যে বা যারা কোনো ধরনের প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে ভিত্তিহীন কথা বলছে, তাদের প্রতি নিন্দা জানানোর ভাষা জানা নেই। ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও ভালোবাসার মানুষদের এটাও বলতে চাই, কারও কোনো ধরনের মনগড়া মিথ্যা বানোয়াট কথায় আপনারা বিভ্রান্ত হবেন না।’ 

আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে মিম বলেন, ‘আমার এই দীর্ঘ পথচলায় সংবাদকর্মী ভাইয়েরা সব সময় আন্তরিক সহযোগিতা করেছেন। আপনারাই আমার যাবতীয় কাজ, ভাবনা-চিন্তা সঠিক ও সুন্দরভাবে ভক্ত-শুভাকাঙ্ক্ষীসহ দেশ-বিদেশের সবার কাছে তুলে ধরেছেন। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, কোনো ধরনের সত্যতা যাচাই বাছাই না করে বিভ্রান্তিকর কোনো খবর ছড়াবেন না। কোনো ইউটিউব কিংবা পোর্টাল যদি আমাকে জড়িয়ে কোনো ধরনের ভিত্তিহীন খবর ছড়ানোর চেষ্টা করে তাহলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধেও প্রচলিত আইনে ব্যবস্থা নিতে বাধ্য হতে হব।’ 

‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার সফলতায় বিভ্রান্ত হয়েই পরীমণি এমনটা করছে বলেও ইঙ্গিত দেন মিম।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,876FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles