34 C
Bangladesh
Thursday, June 1, 2023
spot_img

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহী ইইউ

বাংলা স্টার কূটনৈতিক প্রতিবেদক-বাংলাদেশ থেকে বৈধপথে যোগ্য ও দক্ষ কর্মী নিতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দুই দিনের ঢাকা সফরের শেষ দিন ইইউর স্বরাষ্ট্রবিষয়ক কমিশনার ইয়ালভা জোহানসন শুক্রবার (১১ নভেম্বর) সাংবাদিকদের এ কথা বলেন। 

তিনি জানান, ইইউ-তে থাকা সব অনিয়মিত অভিবাসীকে দ্রুত তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। বৈধপথে অভিবাসন নিশ্চিত ও উৎসাহ দিতেই এমনটা করা হবে। ইইউভুক্ত ২৭টি দেশের বেশিরভাগ বয়স্ক জনসংখ্যা, এই দেশগুলোতে তরুণ কর্মী প্রয়োজন। 

ইয়ালভা জোহানসন অভিবাসনসহ ইইউর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুই দিনের সফরে ঢাকা আসেন। সফর শেষে শুক্রবার তিনি ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছেড়ে যান। ঢাকা সফরে কমিশনার ইয়ালভা জোহানসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার সাক্ষাৎ করেন। এ ছাড়া তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী মো. ইমরান আহমদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণপ্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের সঙ্গে বৈঠকে কমিশনার ইয়ালভা জোহানসন ভাসানচরে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য তিন মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা দেন।

ইইউর স্বরাষ্ট্রবিষয়ক কমিশনার ইয়ালভা জোহানসন শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের বলেন, বৈধপথে বছরে প্রায় ৩০ লাখ বিদেশি কর্মী ইইউ-তে কাজের জন্য যায়। এর মধ্যে বাংলাদেশি ৩৫ হাজার। এ ছাড়া অবৈধপথে জীবনের ঝুঁকি নিয়ে প্রতি বছর প্রচুর অভিবাসী ইইউ-তে প্রবেশ করে। সেখানে প্রবেশের জন্য অবৈধপথের যাত্রা বন্ধ করতে কঠোর হচ্ছে দেশগুলো। ইইউর দেশগুলো বৈধপথে আরও কর্মী নিতে আগ্রহী। অবৈধপথে বিদেশ যাত্রা বন্ধে বৈধপথে ইউরোপ যাত্রা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সফরে আমার মূল বিষয়ই হচ্ছে বৈধপথে অভিবাসন। পাশাপাশি সম্পর্কের অন্য বিষয় এগয়ে নেওয়া।

প্রধানমন্ত্রীর সঙ্গে কী আলাপ হয়েছে, জানতে চাইলে ইয়ালভা জোহানসন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আন্তরিক পরিবেশে আলাপ হয়েছে। আমরা অভিবাসন পরিস্থিতি, বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, জলবায়ুর ক্ষতিজনিত চ্যালেঞ্জ এবং চলমান ইউক্রেন সংকট নিয়ে আলাপ করেছি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,790FollowersFollow
20,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles