
বাংলা স্টার বিনোদন ডেস্ক-ভারতের উত্তরপ্রদেশে সন্ধ্যা ৭টার পর মেয়েরা বাড়ির বাইরে বের হতে ভয় পায় বলে মন্তব্য করেছেন বডিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। দুদিনের সফরে লখনউ গেছেন অভিনেত্রী। সেই সময়ের একটি ভিডিও আপলোড করেন তিনি। সেখানে তিনি এমন মন্তব্য করেন।
উত্তরপ্রদেশে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করেছেন প্রিয়াঙ্কা। মুখ্যমন্ত্রী যোগীর শাসনকালেই সে রাজ্যে নারীদের পরিস্থিতি ভালো হয়েছে। উত্তরপ্রদেশের উইমেন পাওয়ার লাইনের অফিসেও গিয়েছিলেন এই অভিনেত্রী। সেই ভিডিও বৃহস্পতিবার আপলোড করেছেন। ভিডিওতে নারী সুরক্ষা নিয়ে উত্তরপ্রদেশ পুলিশের নারী ও সুরক্ষা বিভাগের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল নীরা রাওয়াতের সঙ্গে কথা বলেন অভিনেত্রী।
কথার ফাঁকে প্রিয়াঙ্কা বলেন, ‘উত্তরপ্রদেশের মতো রাজ্য… মানে আমিও লখনউয়ে বড় হয়েছি… একটা ভয় তো লেগেই থাকে… মানে সন্ধ্যা ৭টার পর মেয়েরা বাড়ির বাইরে বের হতে ভয় পায়।’
ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডর হয়েই উত্তরপ্রদেশ সফরে যান প্রিয়াঙ্কা। সেই সফরেরই অংশ হিসেবে উত্তরপ্রদেশের উইমেন পাওয়ার লাইনের অফিস ঘুরে দেখেন। যার ভিডিও আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, নারী ও শিশুদের সুরক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। বিষয়টি নিয়ে এখনো অনেক কাজ বাকি।