31 C
Bangladesh
Tuesday, September 26, 2023
spot_img

স্কারবোরো সাউথ ওয়েস্ট ফেডারেল লিবারেল অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ২ বাংলাদেশি 

 বাংলা স্টার ডস্ক-ক্ষমতাসীন লিবারেল পার্টির শাখা সংগঠন স্কারবোরো সাউথ ওয়েস্ট ফেডারেল লিবারেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কফিলউদ্দিন পারভেজ ও মার্জিয়া হক। 

মূলধারার কোনো রাজনৈতিক দলের রাইডিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সেক্রেটারি হিসেবে এই প্রথম কোনো বাংলাদেশি কানাডিয়ান দায়িত্ব পেলেন।

গত শুক্রবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় রাইডিং অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচন হয়। প্রেসিডেন্ট পদে কফিলউদ্দিন পারভেজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সেক্রেটারি মার্জিয়া হক সদস্যদের ভোটে নির্বাচিত হন।

প্রসঙ্গত প্রতিটি নির্বাচনি এলাকায় কানাডার মূলধারার রাজনৈতিক দলগুলোর শাখা সংগঠন রাইডিং অ্যাসোসিয়েশন হিসেবে পরিচিত। স্কারবোরো সাউথ ওয়েস্ট নির্বাচনি এলাকায় ক্ষমতাসীন জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টির শাখা সংগঠন স্কারবোরো সাউথ ওয়েস্ট ফেডারেল লিবারেল অ্যাসোসিয়েশন।

নতুন প্রেসিডেন্ট কফিলউদ্দিন পারভেজ দীর্ঘদিন ধরেই লিবারেল পার্টির রাজনীতিতে সক্রিয়। এর আগে তিনি বিচেস- ইস্ট ইয়র্ক রাইডিং অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। সেক্রেটারি মার্জিয়া হক ফেডারেল লিবারেল পার্টির বিভিন্ন পর্যায়ে দীর্ঘদিন ধরে ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন। 

নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় কফিলউদ্দিন পারভেজ বলেন, মূলধারার গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দলের রাইডিং অ্যাসোসিয়েশনের দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের আরও বেশি সম্পৃক্ততার প্রয়োজনীয় সুযোগ তৈরিতে গুরুত্ব দেব। এছাড়া অভিবাসী কমিউনিটির নানা সমস্যা নিয়ে কাজ করব। 

নতুন সেক্রেটারি মার্জিয়া হক তার প্রতি আস্থা রাখার জন্য সমর্থকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, কমিউনিটির আশা আকাঙ্ক্ষা দলীয় ফোরামে তুলে ধরব।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,872FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles