
বাংলা স্টার গোপালগঞ্জ প্রতিনিধি-‘আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিস সম্পর্কে জানুন’ এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে গোপালগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে ডায়াবেটিস সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
অন্যান্যের মধ্যে ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অতিরিক্ত জেলা প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধূরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, ডায়াবেটিক হাসপতালের বিশেষজ্ঞ চিকিৎসক কাজী রবিউল ইসলাম, গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. দীবাকর বিশ্বাস সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এতে প্রশাসনের পদস্থ কর্মকর্তা, চিকিৎসক ও ডায়াবেটিসে আক্রান্ত নারী-পুরুষ অংশ নেন।