
বাংলা স্টার চাঁদপুর রিপোট- আগামী ২৩ নভেম্বর (বুধবার) চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে আহ্লে সুন্নাত ওয়াল জামা’আত চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে।
বাদ জোহর হতে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করবেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত চাঁদপুর জেলা শাখার সভাপতি ড. এ কে এম মাহবুবুর রহমান।
তাফসীর পেশ করবেন যুক্তরাষ্ট্র নিউইয়র্ক নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার জামে মসজিদ এর খতিব ও পরিচালক আন্তর্জাতিক ইসলামিক স্কলার শায়খ ড. সাইফুল আজম বাবর আল-আজহারী, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয় বিজ্ঞান অনুষদ মিজানুস সালাম জামে মসজিদ এর খতিব, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির সাবেক লেকচারার ও হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফের আওলা রাসূল (সা.) আল্লামা সাইয়্যেদ মাখদুম শাহ আল-মাদানী এবং বি-বাড়িয়া ফয়েজিয়া দরবার শরীফের পীরে তরিকত হযরতুল আল্লামা মুফতি গিয়াস উদ্দিন আত-ত্বাহেরী।
আয়োজকদের পক্ষ থেকে কোরআনের এই মাহফিলে যোগদানের জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ। তাফসীরুল কুরআন মাহফিলের সার্বিক সহযোগিতায় রয়েছে আল্লামা রুহুল্লাহ (রহঃ) ওয়েলফেয়ার অর্গানাইজেশন। উক্ত অনুষ্ঠানে আপনারা দলে দলে যোগ দিন।