29 C
Bangladesh
Sunday, October 1, 2023
spot_img

নোরা ফাতেহির বাংলাদেশ সফর নিয়ে যা বলল এনবিআর

বাংলা স্টার নিজস্ব প্রতিবেদক-বলিউড অভিনেত্রী ও ‘আইটেম গার্ল’ নোরা ফাতেহির বাংলাদেশ সফরের সম্মানি এবং অন্যান্য খরচ থেকে উৎসে কর প্রদান নিশ্চিত করতে স্বরাষ্ট্র, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্যদের অনুরোধ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

নোরা ফাতেহির বাংলাদেশ সফর নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের উদ্ধৃতি দিয়ে এনবিআর বলেছে, ১৮ নভেম্বর ঢাকার একটি সম্মেলন কেন্দ্রে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক ডকুমেন্টারির শুটিংয়ে অংশ নিতে বলিউডের অভিনেত্রী নোরা ফাতেহিকে বাংলাদেশে আসার অনুমতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে।

এনবিআর বলছে, বিদেশি শিল্পীদের বাংলাদেশের যে কোনো ধরনের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য পারিশ্রমিক ছাড়াও অভিনেতা/অভিনেত্রী ও কলাকুশলীদের জন্য পরিশোধিত অন্যান্য সব খরচের ওপর পরিশোধিত এবং পরিশোধযোগ্য মোট অর্থের ওপর আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর ৫৬ ধারার বিধান অনুযায়ী ৩০ শতাংশ হারে উৎসে আয়কর পরিশোধ করার বাধ্যবাধকতা আছে।

নোরা ফাতেহির বাংলাদেশ সফরে অনুমতি দিয়ে গত ৭ নভেম্বর একটি সার্কুলার জারি করে তথ্য মন্ত্রণালয়। আয়োজক প্রতিষ্ঠান ‘উইমেন লিডারশিপ করপোরেশন’-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এই অনুমতি দেয় মন্ত্রণালয়।

উইমেন লিডারশিপ করপোরেশনের প্রেসিডেন্ট ইসরাত জাহান মারিয়া বলেন, ‘আমরা ইতোমধ্যে এনবিআরকে ট্যাক্স পরিশোধ করেছি। ট্যাক্স পরিশোধের রসিদ দাখিল করেই আমরা অনুমতি পেয়েছি।’

তাহলে এনবিআর কেন চিঠি ইস্যু করল- এমন প্রশ্নে তিনি বলেন, ‘কোথাও যোগাযোগের ঘাটতি থেকে হয়ত এই চিঠি ইস্যু হয়েছে। এনবিআরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা হয়েছে। আশা করছি, সমস্যাটির সমাধান হয়ে যাবে।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,876FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles