33 C
Bangladesh
Thursday, June 1, 2023
spot_img

ফাঁস হওয়া অন্তরঙ্গ ভিডিও নিয়ে মুখ খুললেন পাকিস্তানি মডেল-অভিনেত্রী

বাংলা স্টার বিনোদন ডেস্ক-৮ আগে ফাঁস হওয়া অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ও স্থিরচিত্র নিয়ে মুখলেন পাকিস্তানি মডেল-অভিনেত্রী রিদা ইসফাহানি। এ ঘটনার জন্য তার হবু স্বামীকে দায়ী করেন রিদা।

পাকিস্তানি কৌতুক অভিনেতা নাদির আলী একটি পডকাস্ট সঞ্চালনা করছেন। এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রিদা। সেখানে এ বিষয়ে কথা বলেন তিনি। মূলত, প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে যাচ্ছিলেন রিদা। প্রথমে ওই যুবকের সঙ্গে বিয়ে দিতে রাজি ছিলেন না রিদার বাবা-মা। পরে রিদা তার পরিবারকে রাজি করান এবং বাগদান সম্পন্ন করেন। কিন্তু রিদার হবু স্বামী অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওটি ফাঁস করেছিলেন বলে জানান তিনি।

ঘটনার বর্ণনা দিয়ে রিদা বলেন—‘আমার হবু বরই আমার বিশ্বাস ভেঙে দিয়েছে। আমার বাবা-মা এ বিয়েতে রাজি ছিলেন না। কিন্তু আমি তার জন্য বাবা-মাকে রাজি করিয়েছিলাম। আমি একজন পুরুষের সঙ্গে থাকতে চেয়েছিলাম। আমি তার সঙ্গে বাগদান সম্পন্ন করি। বাগদানের তিন বছর পর সে আমার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস করে দেয়।’

অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও যখন ফাঁস হয়, ওই সময়ে যুক্তরাষ্ট্রে ছিলেন রিদা। বিষয়টি নিয়ে মিডিয়া সংশ্লিষ্ট অনেকে তাকে সংবাদ সম্মেলন করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তা করতে রাজি হননি রিদা। তা জানিয়ে ‘দেহলিজ’খ্যাত এই অভিনেত্রী বলেন—‘আমি জানি, এই দুঃখজনক ঘটনার দায় মৃত্যুর পূর্ব পর্যন্ত আমাকে বয়ে বেড়াতে হবে। এর জন্য মানুষ আমাকে কখনো ক্ষমা করবে না এবং অতীত নিয়ে আমাকে অভিযুক্ত করা হবে। এই ঘটনার কারণে অনেক কাজ থেকে আমাকে বাদ দেওয়া হয়।’

এ ঘটনার পর হবু বরের সঙ্গে যোগাযোগ করেছিলেন রিদা। তা উল্লেখ করে এ অভিনেত্রী বলেন, ‘এজেন্সির মাধ্যমে আমি তার (হবু বর) সঙ্গে যোগাযোগ করেছিলাম। কারণ এই ঘটনা কীভাবে ঘটেছে সে বিষয়ে আমি কিছুই জানতাম না। কিন্তু তার আচরণ আমাকে ভীষণ কষ্ট দিয়েছিল। এ ঘটনার পর আমার পরিবার আমাকে খারাপ কোনো কথা বলেননি। তবে তারা কষ্ট পেয়েছিলেন; আমি তাদের সামনে বিব্রত হয়েছি।’

২০১৬ সালে তার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ও স্থিরচিত্র নেদুনিয়ায় ফাঁস হয়; যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। এ ঘটনার পর নানাভাবে কাঠগড়ায় দাঁড় করানো হয় এই অভিনেত্রীকে। কিন্তু বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন। দীর্ঘ ৮ বছর পর এ বিষয়ে মুখ খুললেন রিদা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,790FollowersFollow
20,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles