
বাংলা স্টার বিনোদন সময় ডেস্ক-বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও বেশ আলোচিত তিনি। সম্প্রতি তার বেবি বাম্পের ছবি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে- তা হলে কি মা হতে যাচ্ছেন ক্যাট? ২০২১ সালের ডিসেম্বরে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। এর পর থেকেই তার মা হওয়ার আলোচনা শুরু হয়। এবার অভিনেত্রীর বেবি বাম্প নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। বি-টাউনে এটাই এখন গরম খবর।
সম্প্রতি ‘মেরি ক্রিসমাস’ সিনেমার সেটে স্বামী ভিকিকে নিয়ে উপস্থিত হন ক্যাটরিনা। সেখানে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে তার বেবি বাম্প। মুহূর্তেই ভারতীয় গণমাধ্যমে ছবিটি ভাইরাল হয়ে যায়। এ বিষয়ে উপস্থিত সাংবাদিকরা প্রশ্ন করতে শুরু করলে স্থান ত্যাগ করেন ভিকি-ক্যাট। এর পর ভাইরাল হওয়া ছবির নিচে ভক্তরা তাদের প্রথম সন্তানের প্রত্যাশা করে অভিনন্দন জানাতে থাকেন।
ক্যাটরিনার সবশেষ ‘ফোন ভূত’ সিনেমা খুব একটা সুবিধা করতে পারেনি। মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে কমেডি হরর ধাঁচের এই ছবি। এবার তিনি নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপাতির সঙ্গে প্রথমবার পর্দা ভাগ করবেন তিনি। শ্রীরাম রাঘবান পরিচালিত ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় আরও অভিনয় করছেন সঞ্জয় কাপুর, টিনু আনানদ, ভিনয় পাঠক, প্রতিমা কাজমি প্রমুখ।