29 C
Bangladesh
Sunday, May 28, 2023
spot_img

ডিজিটাল বাংলাদেশের সুফল এখন দেশের মানুষ ভোগ করছে-কামরুল হাসান

বাংলা স্টার চাঁদপুর রিপোট-চাঁদপুরে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উপলক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় সভা। কনফারেন্সে জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তাঁর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সার্বিক দিক নির্দেশনায় প্রযুক্তিবান্ধব নানা উদ্ভাবন ও সেবা তৈরীর মাধ্যমে ইতিমধ্যে ডিজিটাল বাংলাদেশে কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হয়েছে। উন্নয়নের অগ্রযাত্রায় ২০৩০ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশকে টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে মডেল এসডিজি রাষ্ট্র এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকার উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিনিয়ত প্রযুক্তির উন্নয়নের সাথে নিজেদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিশ্ব দরবারে প্রযুক্তির ক্ষেত্রে নেতৃত্ব প্রদানের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রযুক্তিবান্ধব নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরও সহজ এবং স্মার্ট করে গড়ে তুলতে সারা দেশের ন্যায় উদ্ভাবকদের উদ্ভাবনী সক্ষমতা দেশের প্রয়োজনে কাজে লাগাতে চাঁদপুরেও আয়োজন করা হচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এবং উদ্ভাবনী অলিম্পিয়াড। এর মাধ্যমে অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক উদ্ভাবনের মাধ্যমে আগামীর লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে।

সে আলোকে ডিজিটাল বাংলাদেশের সুফল এখন দেশের মানুষ ভোগ করছে। বিভিন্ন সরকারি দপ্তরের সেবাসমূহ অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে মানুষের দোর গোড়ায় পৌঁছে দিচ্ছে। তথ্যপ্রযুক্তি খাতে তরুণদের কর্মসংস্থান হচ্ছে। চাঁদপুরে জেলা পর্যায় ডিজিটাল উদ্ভাবনী মেলায় সকল সরকারি দপ্তরের ডিজিটাল সেবাগুলো প্রদর্শন করা হবে।

প্রেস কনফারেন্সে মেলার আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ।অনুষ্ঠানে জানানো হয়, চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ২০ ও ২১ নভেম্বর দুই দিনব্যাপী চাঁদপুর স্টেডিয়াম মাঠে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় শুরু হয়ে মেলা চলবে বিকাল ৫টা পর্যন্ত।ইতিমধ্যে উদ্ভাবনী মেলা উদ্ভাবনী অলিম্পিয়াড উদযাপন ও বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

২০ নভেম্বর সকাল নয়টায় উদ্ভাবনী মেলা উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে চাঁদপুর স্টেডিয়ামে মেলা প্রাঙ্গণে এসে শেষ হবে। পরে একই স্থানে মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অথবা ভার্চুয়ালি যুক্ত হবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

এছাড়া এদিন সকাল সাড়ে ন’টার সময় “চতুর্থ শিল্প বিপ্লব এবং ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ” শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। উক্ত সেমিনারে এ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং গবেষক আইআইটি ডঃ এম মেজবাহ উদ্দিন সরকার।
২১ নভেম্বর বিকাল চারটায় মেলার সমাপনী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। মেলা চত্বরকে উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা এবং শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান এই চারটি প্যাভিলিয়নে ভাগ করে ক্যাটাগরী ভিত্তিক ৭০টি স্টল স্থাপন করা হবে।

মেলা প্রাঙ্গণ থেকে সরকারি দপ্তরগুলো নাগরিকবান্ধব ডিজিটালসেবা প্রদান করবে। জেলার প্রতিটি উপজেলা থেকে তিনটি করে মোট ২৭টি উদ্ভাবনী উদ্যোগসহ মেলায় সেবা প্রদানকারী ৫০টি অধিক সরকারি-বেসরকারি দপ্তর অংশগ্রহণ করবে। এছাড়া স্থানীয় উদ্ভাবকদের উদ্ভাবন ও স্টার্টআপ প্রদর্শন এবং জাতীয়ভাবে বাস্তবায়নযোগ্য উদ্ভাবনী বিষয়গুলো মেলায় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করা হবে। মেলায় উদ্ভাবনী অলিম্পিয়াডের অংশ হিসেবে উদ্ভাবনী আইডিয়া বা প্রজেক্ট প্রতিযোগিতার আয়োজন করা হবে। অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, শরিফ চৌধুরী,শহিদ পাটওয়ারী, প্রেসক্লাব সদস্য শাহাদাত হোসেন শান্ত,তালহা জুবায়ের প্রমুখ বক্তব্য রাখেন। প্রেস কনফারেন্সে সহকারী কমিশনার আইসিটি রেশমা খাতুন,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর চাঁদপুরের ভারপ্রাপ্ত প্রোগ্রামার মোঃ হারুনুর রশিদ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম আহসান উল্লাহ সহ চাঁদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,782FollowersFollow
20,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles