
বাংলা স্টার ডেস্ক -খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ওএমএসের আটার দাম বাড়ানো হয়েছে। কেজিতে বাড়ছে ৬ টাকা। বাজারে খাদ্যপণ্যের ঊর্ধ্বগতির কারণেই দাম বাড়ানো হয়েছে।
আগামী রোববার থেকে ৬ টাকা বাড়তি দামে ওএমএসের খোলা ও প্যাকেট আটা বিক্রি করা হবে। বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের চিঠিতে এমনটি বলা হয়।
রোববার থেকে প্রতিকেজি খোলা আটা বিক্রি হবে ২৪ টাকা দরে, যা এতদিন ১৮ টাকা করে বিক্রি হচ্ছিল। দুই কেজির প্যাকেট আটা বিক্রি হবে ৫৫ টাকায়, যা এতদিন ৪৬ টাকায় বিক্রি হচ্ছিল।
প্রতিকেজি চাল আগের মতো ৩০ টাকা দরেই বিক্রি হবে।
খোলা বাজারে এখন মোটা চালের দাম কেজিপ্রতি ৪৬ থেকে ৫২ টাকা। আর খোলা আটা প্রতিকেজি ৬০ টাকা থেকে ৬২ টাকায় বিক্রি হচ্ছে।