
ফরিদগঞ্জ প্রতিনিধি- চাঁদপুরে জঙ্গি সন্দেহে মহিবুল্ল্যাহ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ ও র্যাব।
গ্রেফতার মহিবুল্ল্যাহর বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার নয়নতলা গ্রামে। তিনি ওই গ্রামের আমিনুল ইসলামের ছেলে ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার সন্ত্রাসবিরোধী মামলার আসামি।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সন্ত্রাসবিরোধী আইনে মহিবুল্ল্যাহর বিরুদ্ধে মামলা রয়েছে। মহিবুল্ল্যাহ ফরিদগঞ্জে আত্মগোপনে রয়েছেন বলে র্যাব সংবাদ পায়। বুধবার (১৬ নভেম্বর) দিনগত রাতে তাৎক্ষণিক তারা ফরিদগঞ্জ থানা পুলিশকে জানালে থানার এসআই সেলিম মিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম ও র্যাব-২ (সিপিসি মগবাজার ঢাকা)’র র্যাবের এসআই আ. আলীমের নেতৃত্বে একটি বিশেষ টিম ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গ্রাম থেকে মহিবুল্ল্যাহকে গ্রেফতার করে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ও র্যাবের একটি টিম নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার একটি মামলায় অভিযুক্ত সন্দেহভাজন জঙ্গি মহিবুল্ল্যাহকে গ্রেফতার করা হয়। পরে তাকে র্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে।