29 C
Bangladesh
Sunday, May 28, 2023
spot_img

দৈনিক চাঁদপুর সময়’-এর ১০ম বর্ষে পদার্পণে
দেশ ও জাতির কল্যাণে সংবাদ পরিবেশন করাই সাংবাদিকদের দায়িত্ব : এডিসি

চাঁদপুর: চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন বলেছেন, দৈনিক চাঁদপুর সময় সাফল্যের দীর্ঘ পথ পেরিয়ে ১০ম বর্ষে পদার্পণ করেছেন। আজকের এই দিনে পত্রিকাটির সাথে সম্পৃক্ত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। দেশ ও জাতির কল্যাণে সংবাদ পরিবেশন করাই সাংবাদিকদের দায়িত্ব। আমরা আশা করবো দৈনিক চাঁদপুর সময় দেশ ও মানুষের কল্যাণে সংবাদ পরিবেশন করবে। পাশাপাশি সুন্দর সমাজ বিনির্মাণে লেখনির মাধ্যমে ভূমিকা রাখবে।’
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে ‘দৈনিক চাঁদপুর সময়’ ১০ বছরে পদার্পণ ও ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে আনুষ্ঠানিক কেক কাটার পর শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে দৈনিক চাঁদপুর সময় পত্রিকার স্বত্বাধিকারী ও ভারপ্রাপ্ত সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল বলেন, ২০১৩ সালের ১৭ নভেম্বর দৈনিক চাঁদপুর সময় পত্রিকার পথচলা শুরু। সাফল্য এবং গৌরবের সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে পত্রিকাটি আজ ১০ বর্ষে পদার্পণ করেছে। বর্তমানে চাঁদপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমস ও দৈনিক চাঁদপুর সময় এক পরিবার হয়েছে। আমরা সব সময় চেষ্টা করি তথ্য নির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে। সরকারের উন্নয়ন কর্মকান্ড এবং সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরাই আমাদের লক্ষ্য।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সময় পত্রিকার প্রকাশক মো. এরশাদ খান, প্রধান সম্পাদক এম ফরিদুল ইসলাম উকিল, যুগ্ম বার্তা সম্পাদক আশিক বিন রহিম, বিশেষ প্রতিনিধি এস আর শাহ আলম, ফরিদগঞ্জ প্রতিনিধি মো. জসিম উদ্দীন, হাইমচর প্রতিনিধি মো. জাহাঙ্গীর, হাজীগঞ্জ প্রতিনিধি মো. হুমায়ুন কবির, মতলব উত্তর প্রতিনিধি সফিকুর রহমান রানা, পৌর প্রতিনিধি মো. বাদশা ভুইয়া, নিজস্ব প্রতিবেদক মো. মনির হোসেন প্রমুখ।

অপরদিকে বৃহস্পতিবার সকাল ১১ টার সময় চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত চাঁদপুর সময় পত্রিকার ১০ বছরে পদার্পণ ও ৯ম বর্ষপূর্তি উদ্যাপনে দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়।
এসময় শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, ‘দৈনিক চাঁদপুর সময় এ জেলার অন্যতম স্বনামধন্য এবং জনপ্রিয় পত্রিকা। যেখানে সময়ের সাথে সাথে বস্তুনিষ্ঠ এবং তথ্যবহুল সংবাদ প্রকাশ করা হয়। আজকে পত্রিকাটি ১০ম বর্ষে পর্দাপণ করেছে। আমরা আশা করবো অতীতের ধারাবাহিকতা অব্যাহত রেখে আগামী দিনগুলোতে দৈনিক চাঁদপুর সময় সত্য-সুন্দর এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। যা সমাজ তথা দেশ ও জনতার মঙ্গল বয়ে আনবে।
সুদীপ্ত রায় আরো বলেন, গণমাধ্যম এবং প্রশাসনের সাথে একটি সুদীর্ঘ সম্পর্ক রয়েছে। আমরা যেসব বিষয় নিয়ে কাজ করি, সেসব বিষয় নিয়ে মাঠপর্যায় থেকে আপনারা তথ্য-নিষ্ঠ সংবাদ প্রকাশ করে থাকেন। অনেক ক্ষেত্রে সংবাদ মাধ্যমের তথ্য আমাদের কাজে সহায়ক ভূমিকা রাখে। তাই আমরা আশা করবো, সংবাদ প্রকাশের ক্ষেত্রে আপনাদের লেখনির মাধ্যমে আরো বেশি বাস্তব ঘটনাবহুল তথ্য যেন উঠে আছে। যার মাধ্যমে সমাজ, রাষ্ট্র তথা মানুষ উপকৃত হয়।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, দৈনিক চাঁদপুর সময় পত্রিকার স্বত্ত্বাধিকারী ও ভারপ্রাপ্ত সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল। তিনি তার বক্তব্যে চাঁদপুর সময় পত্রিকার সুদীর্ঘ পথচলা ও সমাজ বিনির্মাণে সংবাদপত্রের করণীয় সম্পর্কে তুলে ধরেন।
এরপর দিনব্যাপী কর্মসূচীর দ্বিতীয় পর্বে দৈনিক চাঁদপুর সময় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিনিধিগণসহ দৈনিক চাঁদপুর সময়ে কর্মরত বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ আলোচনা ও পর্যালোচনায় অংশগ্রহণ করেন।
বাদ আছর স্থানীয় বায়তুল কাদের জামে মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত মুসল্লিগণ অংশগ্রহণ করেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন, বায়তুল কাদের জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদির, মিলাদ পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ জয়নাল আবেদী।
দিনব্যাপী কর্মসূচীর শেষ প্রহরে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন দৈনিক চাঁদপুর সময়ের কর্ণধার ও ভারপ্রাপ্ত সম্পাদক, চাঁদপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমসের প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব টাইমস কমিউনিকেশন এর স্বত্বাধিকারী কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল। সমাপনী অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আমরা সংবাদপত্র এবং রাজনীতি এক করে ফেলি না। সংবাদপত্র তার নিজস্ব গতিতে চলবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই আমাদের মূল লক্ষ্য। আমরা দৈনিক চাঁদপুর সময়ের মাধ্যমে চাঁদপুরের সাংবাদিকতাকে একটি উন্নত পর্যায়ে নিয়ে যেতে চাই। এর জন্য সকলের সহযোগীতা প্রয়োজন। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে আমরা সফলতা পাবো।’ এর পর পত্রিকার প্রকাশক মো. এরশাদ খান শুভেচ্ছা বক্তব্য রেখে দিনব্যাপী কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,782FollowersFollow
20,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles