
বাংলা স্টার নিজস্ব প্রতিবেদক-নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া বস্তি এলাকায় র্যাবের ওপর হামলার মামলায় বজলুর রহমান নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার হওয়া বজলুর রহমান উপজেলার কায়েদপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি এলাকায় বজলু মেম্বার নামে পরিচিত।
শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১ এর অধিনায়ক কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বলেন, ‘র্যাবের ওপর হামলায় জড়িত বজলু মেম্বারকে চনপাড়া বস্তি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত দ্রুত জানানো হবে।’
সম্প্রতি মাদক ও হত্যাসহ ২৩ মামলার আসামি সিটি শাহীন (৩৫) র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। র্যাবের দাবি, সিটি শাহীনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন অস্ত্রধারী র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের ওপর গুলি চালায়। তখন আত্মরক্ষার্থে র্যাব পাল্টা গুলি ছুড়লে পায়ে গুলিবিদ্ধ হন শাহীন।
পরে শাহীনকে আহত অবস্থায় রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ওই রাতেই তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে নেওয়া হয়।
র্যাবের ওপর হামলায় বাহিনীটির পাঁচ সদস্য আহত হন। এরপর ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাত আসামি করে রূপগঞ্জ থানায় গত ১১ নভেম্বর র্যাব সদস্যদের অ্যাসল্ট ও হত্যাচেষ্টায় একটি মামলা করেন র্যাব কর্মকর্তা মো. আশারাফুজ্জামান।