35 C
Bangladesh
Thursday, June 1, 2023
spot_img

চাঁদপুর লক্ষ্মীপুর ইউনিয়নে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষ আহত ৬

বাংলা স্টার চাঁদপুর রিপোট-চাঁদপুর সদর উপজেলা ১০নং লক্ষ্মীপুর ইউনিয়ন বহরিয়া বাজারে স্থানীয় আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ,দেশিয় অস্ত্রশস্ত্রে মহড়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৬ জন আহত হবার খবর পাওয়া যায়।১৮ নভেম্বর শুকবার বিকাল পৌণে ৪টার সময় বহরিয়া বাজার ও বড় খান বাড়ি তিন রাস্তার মোড় এ সংঘর্ষ হয়।
এ ঘটনায় প্রতিপক্ষ গ্রপের হামলায় আহত ইমরান (২৭) পিতা মৃত হাফেজ খান, বহরিয়া লক্ষ্মীপুর ও মমিন ( ৩৪)পিতা আহমদ মাঝি রামদাসদী,বহরিয়া নামে আহত দুইজনকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আনা হয়।

খবর পেয়ে পুরাণবাজার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে স্থানিয় আওয়ামীলীগ নেতৃবৃন্দের সহযোগিতায় সংঘর্ষে লিপ্তদের নিবৃত্ত করেন। পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শামসুল আলম জানান, ৬ ডিসেম্বর আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে স্থানিয়ভাবে বহরিয়া বাজারে প্রস্তুতি সভা করেছিলো বলে ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারী তাকে জানিয়েছে। ওই সময় বর্তমান সেলিম চেয়ারম্যান গ্রুপ ও সাবেক চেয়ারম্যান মনা খা,মেম্বার নান্নু হাজী গ্রুপ দলীয় নেতাকর্মীদের মধ্য বাকবিতন্ডা এবং সংঘর্ষের ঘটনা ঘটে।আমরা তাদেরকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি।

এদিকে, এলাকা সূত্রে জানা গেছে,ইউনিয়ন আওয়ামীলীগের গ্রুপিং রাজনীতি বিরোধ অনেক আগে থেকেই এই ইউনিয়নে বিরজমান।সামনে যেহেতু উপজেলার সম্মেলন তাই দুই গ্রুপই দলীয়ভাবে সক্রিয় সেখানে। এমতাবস্থায় নিজেদের প্রভাব বিস্তার নিয়ে গতকাল বিকালে দুই গ্রুপের মধ্য উত্তেজনা এবং সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংষর্ষের সময় বহরিয়া বাজার পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও বাজারের দক্ষিণ দিকে ওয়াপদার রাস্তার বড় খান বাড়ির সামনের দুই দিকের রাস্তায় এক পক্ষকে ধারালো দা ছেনি,চাপাতি এমনকি টেঁটা নিয়ে প্রতিপক্ষের উপর হামলা করার জন্য ধাওয়া করতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা।

প্রকাশ্যে তাদের দেশীয় অস্ত্রশস্ত্রের ভয়াবহ মহড়া দেখে ওই সময় যানবাহন চলাচল থমকে যায় এবং পথচারী যাত্রীসাধারণ ও গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়ে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,790FollowersFollow
20,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles