
বাংলা স্টার ডেস্ক-বলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা তামান্না ভাটিয়া। দক্ষিণি ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বলিউডে সমানতালে কাজ করছেন ‘বাহুবলী’ খ্যাত তামান্না। গুঞ্জন উঠেছিল, শিগগিরই জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন এই নায়িকা।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, তামান্নার বর বিনোদন দুনিয়ার কেউ নন। মুম্বাইয়ের এক নামি ব্যবসায়ীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তিনি। তামান্নার মন কাড়ার চেষ্টা বহুদিন ধরেই করছিলেন ওই ব্যবসায়ী। অবশেষে রাজি হয়েছেন অভিনেত্রী। ব্যবসায়ীকে নিজে থেকেই ‘হ্যাঁ’ বলেছেন তামান্না।
এমন বিয়ের গুঞ্জনকে উড়িয়ে দিলেন তামান্না। সে জন্য নায়িকা বেছে নিলেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলকে। গতকাল সকালে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও রিল প্রকাশ করেন অভিনেত্রী। ভিডিওটিতে দেখা যায়, তামান্না ছেলেদের পোশাকে সেজেছে এবং ক্যাপশন দিয়েছেন ‘আমার ব্যবসায়ী স্বামীর সঙ্গে পরিচিত হন’।
‘বাহুবলী’ মুক্তি পাওয়ার পরে অভিনেতা প্রভাসের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। যদিও সেই গুঞ্জনকেও ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন তারা। বর্তমানে ‘ভোলা শংকর’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন তামান্না। এতে তার বিপরীতে অভিনয় করবেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা চিরঞ্জীবী।