29 C
Bangladesh
Saturday, September 30, 2023
spot_img

আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা ভোলায়

বাংলা স্টার ভোলা প্রতিনিধি-বিশ্বকাপ জ্বরে কাঁপছে সারাবিশ্ব। না খেললেও বাদ যায়নি বাংলাদেশ। বিভিন্ন দলের সমর্থকদের উন্মাদনায় উৎসবের আমেজ বিরাজ করছে সারাদেশে। বাদ যায়নি দ্বীপ জেলা ভোলাও। এ জেলার প্রায় প্রতিটি গ্রামে বিশ্বকাপের ঢেউ আছড়ে পড়েছে। উত্তাল সেই ঢেউয়ে চলছে শোভাযাত্রা। বাড়ি থেকে বৃক্ষ, হাট-বাজার থেকে যানবাহন যে যার মত প্রিয় দলের, খেলোয়াড়ের ছবিযুক্ত ব্যানার, ফেস্টুন, পতাকা লাগিয়ে উচ্ছাস প্রকাশ করছেন।

আর্জেন্টিাইন সমর্থকরা ঢাক-ঢোল বাজিয়ে আজ সোমবার বিকেলে ভোলা শহরে বর্নাঢ্য বিশাল শোভাযাত্রা করেছেন। শহরের সরকারি স্কুল মাঠ থেকে শুরু করে সদর রোড, উকিল পাড়া, যোগীর ঘোল, গার্লস স্কুল মোড়, নতুন বাজার হয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয় শোভযাত্রাটি।

সুসজ্জিত বাদকদল, মোটরসাইকেল, পিকআপ ও বিশালাকৃতির কয়েকটি পিক-আপ নিয়ে শোভাযাত্রা করেন সমর্থকেরা। শোভাযাত্রায় বিভিন্ন এলাকা থেকে আসা সহস্রাধিক আর্জেটিনার ভক্তরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মেসি ও আর্জেন্টিনা বলে শ্লোগান দিতে থাকেন। নেচে গেয়ে প্রিয় দলকে শুভেচ্ছা জানান তারা।

অভিনেতা সাঈদ বাবু বলেন, ‘নীল বা আকাশি রং মানেই শান্তির প্রতীক, তাই আমরা আর্জেন্টানার সমর্থক। শো ডাউনকে কেন্দ্র করে এখানে বিপুল সংখ্যক ফ্যানদের সমাগম হয়েছে। আমরা আশাবাদি এবার আর্জেন্টিনা জয়ী হবে।’

আয়োজক অমি আহমেদ, আশিব মাহমুদ মার্সেল বলেন, ‘প্রতিববার বিশ্বকাপের সময়ে আমরা শোভাযাত্রার আয়োজন করে থাকি। এবারও তার ব্যাতিক্রম হয়নি। আমরা বিপুল পরিমাণ সমর্থকদের সমর্থন পেয়েছি। নিজ নিজ উদ্যোগে আর্জেন্টিনাকে ভালোবেসে সমর্থকরা জড়ো হয়েছেন। এমন ভালোবাসা থেকে বোঝা যায় সারাদেশের মত ভোলাতেও হাজার হাজার আর্জেন্টিনার সমর্থক রয়েছেন।’

আর্জেন্টিনা সমর্থক শান্ত ঘোষ, মনিরুল ইসলাম, খেলোয়ার বেনু পাল বলেন, ‘আমরা আর্জেন্টিনাকে ভালোবাসি, তাই প্রিয়দলের শোভাযাত্রায় অংশ নিয়েছি। আমাদের মত অনেক সমর্থক এখানে জড়ো হয়েছেন। আশা করছি, এবার চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা।’

এবারই প্রথম আরব বিশ্বের কোন দেশে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হচ্ছে। কাতারের ৮টি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই আসরে ৩২ দল অংশ নেওয়ার কথা রয়েছে। আগামী বৃহস্পতিবার একই জায়গা থেকে ব্রাজিল সমর্থকেরা আনন্দ শোভাযাত্রা করবেন বলে জানা গেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,875FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles