35 C
Bangladesh
Thursday, June 1, 2023
spot_img

চাঁদপুরে বোগদাদ বাস কেড়ে নিলো শিক্ষিকা নাজমার প্রাণ

বাংলা স্টার রিপোর্টার-প্রতিদিনকার মতো সিএনজি চালিত অটোরিকশায় চরে স্কুলে যাচ্ছিলেন শিক্ষিকা নাজমা আকতার (৫৫)। কিন্তু পথে বিপরীত দিক থেকে আসা বোগদাদ বাস সিএনজিটিকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে রাস্তায় ছিটকে পড়ে তাকে বহন করা গাড়িটি। সৌভাগ্যক্রমে চালক অক্ষত থাকলেও নিহত হন শিক্ষিকা নাজমা আকতার। ২১ নভেম্বর সোমবার সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট বটতলা নামকস্থানে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত নাজমা আক্তার চাঁদপুর সদর উপজেলাল শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা। পুলিশ ঘাতক বাসটি জব্দ করেছে বলে এই বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক সোহেল রুশদী নিশ্চিত করেন।
নাজমা আক্তার হাজীগঞ্জ বলাখাল রামপুর বাজনা খাল গ্রামের মৃত ফারুক আহমেদের স্ত্রী। চাঁদপুর শহরের শেরে-বাংলা ছাত্রাবাসের কাছে বসবাস করছেন। তাঁর ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে। তিনি ওই বিদ্যালয়ে ৩৩ বছর যাবত শিক্ষকতা করছেন বলে জানা যায়।
দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়ে সদর উপজেলা শিক্ষা অফিসার, শিক্ষক নেতৃবৃন্দ, বিদ্যালয়ের সভাপতি, শিক্ষকগণ, শুভাকাঙ্ক্ষী, আত্মীয় স্বজন এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসপাতাল ও চাঁদপুর সদর হাসপাতালে ছুটে আছেন। শিক্ষিকার মৃত্যুতে সবার মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিক্ষিকা নাজমা আকতার চাঁদপুর শহর থেকে সিএনজি অটোরিকশা করে কর্মস্থলে যাচ্ছিল। কুমিল্লা থেকে বোগদাদ পরিবহনের একটি বাস চাঁদপুর আসার পথে গোসেরহাটে সিএনজিটিকে বাসটি আঘাত করে। এতে সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে যায় এবং স্কুল শিক্ষিকা গুরুতর আহত হয়। তাকে স্থানিয়রা আশংকাজনক অবস্থায় সকাল ১১টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুশান্ত বিশ্বাস মৃত বলে ঘোষণা করেন। ডাঃ সুশান্ত বিশ্বাস জানান, শিক্ষিকাকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন।
খবর পেয়ে থানা পুলিশ দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশাটি উদ্ধার করেছে। পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,790FollowersFollow
20,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles