
বাংলা স্টার অনলাইন ডেস্ক-বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী মঞ্চে বলিউড তারকা নোরা ফাতেহিকে পারফর্ম করতে না দেখে হতাশা প্রকাশ করেছেন তার ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাই নিয়ে চলছে আলোচনা। তবে ভক্তদের হতাশ করছেন না এই মরোক্কান অভিনেত্রী। জানিয়েছেন বিশ্বকাপ ফ্যান ফেস্টে থাকবে তার পারফর্মেন্স। ২৯ নভেম্বর দোহার বিদা পার্কে অনুষ্ঠিত হবে এই ফেস্ট।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেছেন নোরা ফাতেহি নিজেই। তিনি পোস্টে লেখেন, ‘আপনাদের দেখার জন্য আমার তর সইছে না। ২৯ নভেম্বর ফিফা ফ্যান ফেস্টে পুরো এক ঘণ্টা পারফর্ম করবো আপনাদের জন্য।’
এ ছাড়া কয়েকজন ভাগ্যবান ভক্ত নোরার সঙ্গে স্টেজে নাচারও সুযোগ পাবেন বলে জানান তিনি।
তবে বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম প্রসঙ্গে এখনও কিছু জানাননি নোরা ফাতেহি। কিছু জানানো হয়নি আয়োজকদের পক্ষ থেকেও।