
বাংলা স্টার স্পোর্টস ডেস্ক-কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে মাঠে নেমেছে পোল্যান্ড। তবে ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে প্রথমার্ধে গোলের দেখা পায়নি দলটি। অবশ্য পুরো ৪৫ মিনিট মেক্সিকানদের দাপট ছিল চোখে পড়ার মতো।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০ টায় দোহায় মাঠে নেমেছে এই দু’দল।
প্রথমার্ধে প্রথম ২৫ মিনিট কোনো দলই গোলমুখে শট নিতে পারেনি। তবে ম্যাচের ২৬ মিনিটে ভেগার বাড়ানো ক্রসে হেরেরার শট গোলবারের সামান্য বাইরে দিয়ে চলে গেলে গোলবঞ্চিত হয় উত্তর আমেরিকার জায়ান্ট মেক্সিকো।
ম্যাচের ২৭ মিনিটে আবারও গোল করার সুযোগ পায় মেক্সিকো। তবে বল জালে জড়াতে ব্যর্থ হয় তারা। ৩৯ মিনিটে ফের গুছিয়ে আক্রমণ করে মেক্সিকো। তবে পোল্যান্ড ডিফেন্ডাররা তা রুখে দেন।
এরপরেও আক্রমণ, পাল্টা আক্রমণ চালাতে থাকে মেক্সিকো ও পোল্যান্ড। ম্যাচের ৪৪ মিনিটে মেক্সিকোর নেওয়া শট রুখে দেন পোল্যান্ড গোলরক্ষক। শেষ পর্যন্ত গোলের দেখা না পেয়ে গোলশূন্য সমতায় বিরতিতে যায় মেক্সিকো ও পোল্যান্ড।
আজ পুরো স্টেডিয়ামে মেক্সিকান সমর্থকদের অবস্থান চোখে পড়ার মতো। দ্বিতীয়ার্ধ আরও জমজমাট হবে সে প্রত্যাশায় রয়েছেন দেশটির সমর্থকরা।