
বাংলা স্টার রিপোট-চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ মো. রিয়ন শেখ (২০) ও মো. মঈনুল সর্দার (১৯) নামে মাদকব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে শহরের বড় স্টেশন মোলহেড থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, আজ দুপুরে উপ-পরিদর্শক মোহাম্মদ পিয়ার হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন বড় ষ্টেশন মুলহেড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আসামী মোঃ রিয়ন শেখ, পিতা- জালাল শেখ, মাতা মাহমুদা বেগম, সাং-ধনই (জালাল শেখ বাড়ী), ০৯নং ওয়ার্ড, কনেশ্বর ইউপি, থানা-ডামুড্যা, জেলা-শরীয়তপুর এবং মোঃ মঈনুল সর্দার, পিতা-মৃত জাহাঙ্গীর সর্দার, মাতা-হাছনা বেগম সাং-ধনই (ছাবেদ আলী সর্দার বাড়ী), ০৯নং ওয়ার্ড, কনেশ্বর ইউপি থানা-ডামুড্যা, জেলা-শরীয়তপুর উভয়কে ০৩ (তিন) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় উপ-পরিদর্শক মোহাম্মদ পিয়ার হোসেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা