35 C
Bangladesh
Thursday, June 1, 2023
spot_img

অপু বিশ্বাস ও বুবলীর ত্রিমুখী লড়াই এখনো থামেনি

বাংলা স্টার বিনোদন সময় প্রতিবেদক-ঢালিউড সুপার স্টার শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলীর ত্রিমুখী লড়াই এখনো থামেনি, চলছেই। প্রায়ই তারা কথার যুদ্ধে লিপ্ত হচ্ছেন। এবার এ যুদ্ধের নাম ‘নাকফুল’! একটি নাকফুলকে কেন্দ্র করে তারা নিজেরা নিজেরাই হচ্ছেন উত্তপ্ত। সেই তাপ ছড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

গত রবিবার ছিল শবনম বুবলীর জন্মদিন। জন্মদিন উপলক্ষে শাকিব খানের কাছ থেকে একটি ডায়মন্ডের নাকফুল উপহার পেয়েছেন বলে জানান বুবলী। এ খবরটি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়। এর পর থেকেই ঘটনার সূত্রপাত। তাদের এই খবরে অপু বিশ^াস ইঙ্গিতপূর্ণ একটি স্ট্যাটাস দেন। খবরের লিংক শেয়ার করেন শাকিবের প্রাক্তন স্ত্রী নায়িকা অপু বিশ্বাস। সঙ্গে জুড়ে দেন তাচ্ছিল্যের হাসিমাখা মন্তব্য। এরপর বুবলীও পাল্টা জবাব দেন। অপু-বুবলীর মধ্যে অন্তর্জাল যুদ্ধ লেগে যায়।

ঘটনা এখানেই শেষ নয়। আগুনে ঘি ঢালেন শাকিব খান নিজেই। জন্মদিনে নাকফুল উপহার দেওয়ার প্রসঙ্গে শাকিবের স্পষ্ট মন্তব্য, ‘ডায়মন্ডের নাকফুল তিনি (বুবলী) উপহার পেতেই পারেন। ১টা কেন, ১০টাও পেতে পারেন। তার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব আছেন। তবে সবাইকে আশ্বস্ত করে একটা কথা বলতে চাই, কোনো ধরনের ডায়মন্ড নাকফুল আমি তাকে উপহার দিইনি।’ উপহার তো দূরে থাক, বুবলীর সঙ্গে কথাও হয় না বলে দাবি শাকিবের। তিনি বলেন, ‘সত্যি কথা বলতে, তার সঙ্গে আমার কোনো ধরনের যোগাযোগ নেই। উপহার দেওয়া কিংবা উইশ করার কোনোটাই আমার পক্ষ থেকে হয়নি। সন্তানের প্রয়োজনে সে আমাকে বা আমি তাকে লিখলেও তা শুধু শেহজাদকে কেন্দ্র করে যতটুকু দরকার, ততটুকুই হয়। এর বাইরে আর কোনো কিছুর প্রশ্নই আসে না।’

শাকিবের এ মন্তবের পর ক্ষেপেছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা বুবলী। তিনিও বিস্ফোরক মন্তব্য করেছেন। বুবলী হুমকি দিয়েছেন চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করবেন। যে কোনো সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। তিনি প্রায়ই বুবলীকে অপমান করে কথা বলছেন। বুবলী বলেন, ‘শাকিব খানের বিষয়ে আমি কথা বলতে চাই। সবকিছু নিয়ে এত লুকোচুরি কেন? আমাকে যখন বিয়ে করেছিল অনেক কিছু গোপন করেছিল। আমাকে আগের বিয়ের মিথ্যা কথা বলে বিয়েও করেছেন। কার কথার চাপে পড়ে এমন হয়েছে আমার জানা নেই। যখন যা ইচ্ছা করবে এটা মেনে নেব না। কাকে খুশি রাখতে এমন হচ্ছে বলতে পারব না। আমার অবস্থান পরিষ্কার করতে চাচ্ছি সবার সামনে।’ তিনি আরও বলেন, ‘আমার ইমেজ নষ্ট হয় এমন কথা শাকিব খান নিয়মিত বলে আসছেন। এসব নিয়ে বিস্তারিত কথা সবাইকে জানাতে চাই।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে অপু বিশ্বাসের সঙ্গে ডিভোর্সের পর একই বছরের ২০ জুলাই বুবলীকে বিয়ে করেন শাকিব খান। প্রথম বিয়ের মতো দ্বিতীয় বিয়ের খবরও চেপে রাখেন এ নায়ক। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর প্রকাশ্যে আসে শাকিব খান ও শবনম বুবলীর বিয়ে-সন্তানের কথা। তার কয়েক দিন পর বুবলী ঘোষণা দেন তাদের বিয়ে হয়েছে ২০ জুলাই ২০১৮ সালে। ২১ মার্চ ২০২০ তাদের সন্তান শেহজাদ খান বীরের জন্মতারিখ।

সব ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই ক্ষিপ্ত ঢালিউড সুপারস্টার। বাতাসে ভেসে বেড়াচ্ছে বুবলীর সঙ্গে তার দূরত্বের খবর। বিচ্ছেদের গুঞ্জনও শোনা যায়। তবে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে কিনা, তা শাকিব-বুবলী কেউই স্পষ্ট করেননি। তাদের এই লুকোচুরি লুকোচুরি খেলার প্রেম ভালোবাসা সংসার কি আর টিকে থাকে- এটা সময়ই বলে দেবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,790FollowersFollow
20,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles