31 C
Bangladesh
Tuesday, September 26, 2023
spot_img

আজ হাজীগঞ্জ উপজেলা আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন আসবেন মাহবুবউল আলম হানিফ

বাংলা স্টার হাজীগঞ্জ প্রতিনিধি- চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক শনিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় সম্মেলন অনুষ্ঠিত হবে।
পশ্চিম বাজারস্থ পৌর বাস টার্মিনালে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীরা উজ্জীবীত হয়ে উঠছে। দীর্ঘ ১০ বছর পর হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হতে হচ্ছে।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (চট্রগ্রাম বিভাগ) আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

ত্রি-বার্ষিক এ সম্মেলনের উদ্বোধন করবেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ড. এ কে এম শামছুল হক ভুঁইয়া, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউছুফ গাজী।

ত্রি-বার্ষিক সম্মেলনের সভাপতিত্ব করবেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ হেলালউদ্দিন মিয়াজী। পরিচালনা করবেন উপজেলা আওয়ামী লীগের সাধাণ সম্পাদক গাজী মাঈনুদ্দীন।
হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নির্বাচিত হবে আগামী দিনের হাজীগঞ্জ উপজেলার নেতৃত্ব। আগামী বছরই সংসদ নির্বাচন। তাই এ সম্মেলনটি অনেক গুরুত্ববহণ করে।

নেতা-কর্মীদের সাথে কথা বলে জানা গেছে ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২জন। তাঁরা হলেন বর্তমান সভাপতি আলহাজ্ব হেলালউদ্দিন মিয়াজী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন ও উপজেলা আওয়ামী লীগের কোধাষ্যক্ষ ও আলহাজ¦ আসফাকুল আলম চৌধুরী, আওয়ামী লীগ নেতা সফিকুর রহমান। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতায় কয়েকজনের নাম শোনা যাচ্ছে এর মধ্যে রয়েছেন, বর্তমান সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দীন, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ ও হাজী জসিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা সত্যব্রত ভদ্র মিঠুন। তারা সবাই শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করেন নেতাকর্মীরা।

সম্মেলনের প্রস্তুতি কমিটির আহবায়ক আলী আশরাফ দুলাল মুঠোফোনে জানান, দীর্ঘ দিন পর হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনকে সফল ও সার্থক করতে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে হাজীগঞ্জ পৌর বাস টার্মিনালে বিশাল প্যাণ্ডেলের কাজ চলমান রয়েছে।

তিনি বলেন, যেহেতু কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন, সেহেতু আয়োজনের কোন কমতি থাকবেনা। ইতিমধ্যে সম্মেলন বাস্তবায়নের জন্য উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন উপ-কমিটি করা হয়েছে। সবাই যার যার দায়িত্ব অনুযায়ী কাজ করছেন। আশাকরি দলীয় নেতা-কর্মীদের সার্বিক সহযোগিতায় একটি সফল অনুষ্ঠান সম্পন্ন হবে ইনশাআল্লাহ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,872FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles