29 C
Bangladesh
Sunday, October 1, 2023
spot_img

প্রত্যন্ত ও নদীভাঙন কবলিত ১৮০ পরিবার পাবে ঠিকানা -আশ্রয়ণ প্রকল্পের চাবি হস্তান্তর

বাংলা স্টার রিপোট-চাঁদপুরে আশ্রয়ণ দুই প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে চরপাথালিয়া-২ আশ্রয়ণ প্রকল্পের চাবি হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নে সহকারী কমিশনার মো. আল এমরান খানের কাছে প্রকল্পের ১৮০টি পরিবারের জন্য চাবি হস্তান্তর করেন মেজর মো. তাহমিনুল হাসান।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ৩৩ আর্টিলারি ব্রিগেডের ৪১ মিডিয়াম রেজিমেন্টের তত্ত্বাবধানে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৩৬টি পাকা ব্যারাক হাউজ নির্মিত হয়। এই প্রকল্পে ১৮০টি পরিবারের জন্য ৩৬টি পাকাঘর, ৭২টি শৌচাগার, ৩৬ টি নলকূপ ও ৩৬ টি গোসলখানা রয়েছে।

মেজর মো. তাহমিনুল হাসান হাসান জানান, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরপাথালিয়া-২ একটি প্রত্যন্ত ও নদীভাঙন কবলিত অঞ্চল। এই এলাকার গৃহহীন পরিবারদের আশ্রয় প্রদানের লক্ষ্যে এবং মাননীয় প্রধানমন্ত্রীর মহান উদ্যোগকে সফল করতে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্ত ৩৩ আর্টিলারি ব্রিগেডের ৪১ মিডিয়াম রেজিমেন্টের তত্ত্বাবধানে গত ১০ এপ্রিল আশ্রয়ণ প্রকল্পের কাজ শুরু হয়।

এই প্রকল্পটির মোট দৈর্ঘ্য ৬৬৫ ফুট এবং প্রস্থ ৪৪০ ফুট। উক্ত আশ্রয়ণে ৩৬টি পাকা ব্যারাক হাউজ রয়েছে। প্রতিটি ব্যারাক হাউজ এর দৈর্ঘ্য ৪৭ ফুট এবং প্রস্থ ৩০.৮ ফুট। ৫ ইউনিট বিশিষ্ট প্রতিটি ব্যারাক হাউজ সম্পূর্ণ পাকা। অঞ্চলের ১৮০টি গৃহহীন পরিবারের বাসস্থানের সুযোগ সৃষ্টিসহ অত্র অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

মতলব উত্তরের সহকারী কমিশনার (ভুমি) মোঃ আল এমরান খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উন্নয়ন মডেল এর অংশ হিসেবে এবং একটি মানুষ যাতে ভূমি না থাকে, সেখান থেকেই আশ্রয়ণ প্রকল্পের বাস্তবায়ন শুরু হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে চরপাথালিয়া-২ আশ্রয়ণ প্রকল্পের কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। যারা সুবিধাবঞ্চিত এবং নিজস্ব জমি নেই, তাদেরকেই এখান থেকে ঘর বরাদ্দ দেয়া হবে। আমি আশা করি এই প্রকল্পের মাধ্যমে ১৮০ টি পরিবারের মাঝে হাসি ফুটে উঠবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,876FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles