34 C
Bangladesh
Thursday, June 1, 2023
spot_img

স্বাধীনতা বিরোধীদের বাংলার মাটিতে স্থান নেই-এমপি শফিকুর রহমান

বাংলা স্টার রিপোট-মুহম্মদ শফিকুর রহমান এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে ১৯৭১ সালে এদেশের মানুষ নিজেদের জীবন বিপন্ন করে স্বাধীনতা যুদ্ধে ঝাঁিপয়ে পড়েছিল। দেশ স্বাধীন হওয়ার ৫২ বছর পরও আজ আমরা এখনো যেসব মুক্তিযোদ্ধা বেঁচে রয়েছি, তাদের অনেক দায়িত্ব রয়েছে। নতৃুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার সাথে সাথে স্বাধীনতা বিরোধী জামাতসহ তাদের দোসরদের প্রতিহত করতে হবে। কারণ স্বাধীন বাংলার মাটিতে স্বাধীনতা বিরোধীদের কোন স্থান নেই। যশোরের জনসভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনের মাঠে কাজ শুরু করেছেন। সেই ধারাবাহিকতায় আজ এই বিজয় মেলা মঞ্চে আমি নির্বাচনের কাজ শুরু করলাম। আপনারা আগামী নির্বাচনে নৌকায় ভোট দিলে সেই ভোট শেখ হাসিনা পাবে। আবার সেই ভোট আপনাদের উন্নয়নের মাধ্যমে আপনাদেরকে ফিরিয়ে দিবে। তাই আজকের এই মেলা মঞ্চে দাড়িয়ে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে খেলা হবে বলে ঘোষনা দেন।

শুক্রবার (২৫ নভেম্বর) বিকালে ফরিদগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।

মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও মহাসচিব উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার সহিদ উল্ল্যা তপাদারের পরিচালনায় মেলার উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার লে: (অব) এম এ ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ ওয়াদুদ, সাবেক কমান্ডার শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী,জেলা ডেপুটি কমান্ডার মহসিন পাঠান,আ’লীগনেতা আমির আজম রেজা। এসময় উপস্থিত ছিলেন , মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমাণ্ডার সরোয়ার হোসেন,ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, আওয়ামীলীগ নেতা খাজে আহমেদ মজুমদার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. নাজমুন নাহার অনি, যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্মআহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ, সাবেক ছাত্রলীগের যুগ্মসম্পাদক রবিউল হোসেন প্রমুখ।

এর আগে অতিথিবৃন্দ উপজেলা সদরস্থ শহীদ মিনারস্থ শহীদ স্মৃতিস্তম্ভে ফরিদগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে শ্রদ্বাঞ্জলী নিবেদন করেন। পরে বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে অতিথিবৃন্দ।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযোদ্ধা ও নিরস্ত্র জনতার প্রতিরোধের মুখে হানাদার বাহিনী ফরিদগঞ্জ ছেড়ে চাঁদপুরে পালিয়ে যেতে বাধ্য হয়। তবে তারা যাওয়ার পথে উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তায় মুক্তিযোদ্ধাদের আক্রমনের মুখে পড়ে। সেখানে থেকে চাঁদপুরে পালিয়ে যাওয়ার সময় পাকবাহিনী সাধারণ মানুষের উপর এলোপাতাড়ি গুলি ছুঁড়তে ছুঁড়তে পিছু হটে। এ সময় পাকবাহিনীর গুলিতে সাধারণ কয়েকজন মানুষও মৃত্যুবরণ করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,790FollowersFollow
20,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles