29 C
Bangladesh
Saturday, June 3, 2023
spot_img

মতলব উত্তরে নবগঠিত মহিলা আওয়ামী লীগকে এমএ কুদ্দুসের শুভেচ্ছা

বাংলা স্টার মতলব উত্তর প্রতিনিধি- চাঁদপুরের মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এবং ছেংগারচর পৌর ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

সম্প্রতি পারভীন শরীফ সভাপতি ও লাভলী চৌধুরীকে সাধারণ সম্পাদিকা করে ৫১ সদস্য বিশিষ্ট মহিলা আওয়ামী লীগের কমিটি ঘোষনা করেন চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা মাসুদা নূর খান ও যুগ্ম আহ্বায়ক মিসেস আয়েশা রহমান লিলি। এছাড়াও সম্প্রতি মতলব উত্তর উপজেলা ছাত্রলীগে নুরনবী খানকে আহ্বায়ক ও শরীফুল হাসানকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি ঘোষনা হয়েছে। এবং ছেংগারচর পৌর ছাত্রলীগে রাজিব হোসেনকে সভাপতি ও নুরুজ্জামান খানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা হয়েছে। উক্ত কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

এক শুভেচ্ছা বার্তায় বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তার এ পরিশ্রমকে সফল করতে হলে সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংঠগে যোগ্য নেতৃত্বে বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় মতলব উত্তরের মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের কমিটি গঠিত হয়েছে।

নতুন কমিটির সকল নেতৃবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী দিনে যোগ্য নেতৃত্বকে সামনে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নতুন কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে এই প্রত্যাশা রাখছি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,795FollowersFollow
20,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles