35 C
Bangladesh
Thursday, June 1, 2023
spot_img

বিএনপি-জামায়াত ক্ষমতায় আসতে চায় তাদের স্বপ্ন পূরণ হবে না-হানিফ

বাংলা স্টার প্রতিনিধি -বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগের কর্মী হওয়া গর্বের বিষয়। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আপনারা ভেবে দেখুন কী ছিল বাংলাদেশ আর এখন কী হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, এক সময় আমাদের মর্যাদা ছিল না, আমরা ছিলাম ভিক্ষুকের জাতি। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। বিএনপি-জামায়াত অসত্য কথা বলে ক্ষমতায় আসতে চায়। তাদের স্বপ্ন কোনো দিন পূরণ হবে না।

সোমবার চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাহবুবউল আলম হানিফ এসব কথা বলেন।

দুপুর ১২টায় মেহের ডিগ্রি কলেজ মাঠে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ভূঁইয়া। শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তা, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শামছুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী, সহ-সভাপতি মঞ্জুর আহম্মেদ, শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী, পৌর মেয়র হাজী আ. লতিফ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোস্তফা কামাল মজুমদার। সভার শুরুতে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু। শোক প্রস্তাব উপস্থাপন করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন তুষার। 

মাহবুবউল আলম হানিফ বলেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্বে মন্দা সৃষ্টি হয়েছে। আমরা এ সমস্যা কাটিয়ে উঠব। মির্জা ফখরুল ইসলাম বিভিন্ন সমাবেশে বলেছেন রিজার্ভ শেষ হয়ে গেছে, দেশ শেষ হয়ে গেছে। দেশে ৩৯ বিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে। বর্তমানে আইএমএফের তথ্য অনুযায়ী রিজার্ভ রয়েছে ২৯ বিলিয়ন ডলার। বিএনপি-জামায়াত যখন ক্ষমতায় ছিল তখন দেশে সাড়ে তিন বিলিয়ন ডলার রিজার্ভ ছিল। তখন দেশ শেষ হয় নাই। এখন দেশে রপ্তানি আয় বেড়েছে মাথা পিছু আয় বেড়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,790FollowersFollow
20,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles