
বাংলা স্টার অনলাইন ডেস্ক-ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও বিভিন্ন দলকে সমর্থন করছেন ফুটবল প্রেমিরা। বাংলাদেশি ফুটবল প্রেমিরা তাদের পছন্দের দলের পতাকা ওড়াচ্ছেন অফিস ও বাসাতেও। তবে ব্রাজিল ও আর্জেন্টিাকে সমর্থন করছেন বেশিরভাগ মানুষ। তাদের দলগুলো জয়ের পর বিভিন্ন স্থানে দেখা যায় ফুটবল প্রেমিদের উল্লাস উন্মাদনা।
এদিকে, বাংলাদেশি আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা আরও বহুগুনে বাড়িয়ে দিয়েছে দেশটির ঘরোয়া ফুটবল লিগ। বাংলাদেশি সমর্থকদের জন্য এক ভার্চুয়াল উপহারের আয়োজন করেছে সংস্থাটি।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তাদের এ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করা হয়েছে। ছবিতে দেখা যায়, মাঠে মেসির হাতে বাংলাদেশের পতাকা। যা বাংলাদেশি সমর্থকদের মন কেড়েছে।
আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল লিগের অফিশিয়াল পেইজের ওই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘লিওনেল মেসি বাংলাদেশ।’