33 C
Bangladesh
Thursday, June 1, 2023
spot_img

মতলব-গজারিয়া সংযোগ সেতু গুরুত্বপূর্ণ প্রকল্প- প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

বাংলা স্টার মতলব উত্তর প্রতিনিধি -চাঁদপুরের মতলব উত্তর ও মুন্সিগঞ্জের গজারিয়া সংযোগ সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা অংশীজনের সাথে স্টেকহোল্ডার মিটিং অনুষ্ঠিত হয়েছে। মতলব উত্তর জামালপুর-গজারিয়া ভবেরচর রুটে ২০০ মিটার ঝুলন্ত সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ।
মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে কালীপুর পাম্প হাউস সংলগ্ন মাঠে আয়োজিত স্টেকহোল্ডার মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
তিনি বক্তব্যে বলেন, মতলব গজারিয়া সংযোগ সেতু একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এ প্রকল্পটি বাস্তবায়ন হলে মতলব, চাঁদপুর তথা দেশের দক্ষিণাঞ্চলের সাথে ঢাকা যোগাযোগ পথ অনেক কমে যাবে। আর চাঁদপুর থেকে দুরত্ব কমবে প্রায় ৫২ কিলোমিটার। এতে করে সময় কম লাগবে অর্থও বাঁচবে। মতলববাসীর প্রাণের দাবী ছিল এই সেতুটি। আমি প্রতিমন্ত্রী হওয়ার পর থেকে গুরুত্ব সহকারে কাজ শুরু করেছি। এখন অনেক এগিয়ে আছে, আশা করি সহসাই যোগাযোগ মন্ত্রণালয়ের মাধ্যমে সেতুটি বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেকোনো উন্নয়নের ব্যাপারে অগ্রগামী। বাংলাদেশ এগিয়ে চলেছে আরো এগিয়ে যাবে। ১০০ বছরের ডেলটা প্ল্যান অনুযায়ী এগিয়ে চলেছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মনজুর হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সচিব ভিখারুদ্দৌলা চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল, পরিকল্পনা কমিশনের ভৌত কাঠামো বিভাগের সচিব ও সদস্য সত্যাজিত কর্মকার, চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ-সভাপতি মজিবুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, সাদুল্লাপুর ইউপির সাবেক চেয়ারম্যান লোকমান আহমেদ মুন্সি, আওয়ামী লীগ নেতা মাহমুদুল হাসান দোলন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী প্রমুখ। প্রকল্পের বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন কনসালটেন্ট কোম্পানি টিপসা এর প্রতিনিধি গারডছ বেরেজ।
সভাপতির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মনজুর হোসেন বলেন, আমরা এখানে বুঝলাম আপনাদের প্রাণের দাবী এই সেতুটি। আমরা এই দাবীকে গুরুত্ব দিয়ে প্রকল্প দ্রুত বাস্তবায়নের ব্যাপারে কাজ করব। এছাড়াও পরিকল্পনা প্রতিমন্ত্রী মহোদয় এই প্রকল্পটি নিয়ে কাজ করছেন, এটি পিছানোর কোন সুযোগ নেই। জনগণের চাহিদা অনুযায়ী সেতু নির্মাণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে উন্নয়ন প্রকল্পের ব্যাপারে দ্রুত কাজ করার।
অন্যান্য বক্তারা মতলব গজারিয়া সংযোগ সেতু বাস্তবায়নের জন্য দাবী জানান। ইতোমধ্যে সেতুটির নকশা তৈরি করা হয়েছে। অন্যান্য কাজ অধিকাংশ এগিয়ে আছে

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,790FollowersFollow
20,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles