35 C
Bangladesh
Thursday, June 1, 2023
spot_img

অপকর্ম করবে এমন ছাত্রলীগ আমরা চাই না-ওবায়দুল কাদের

বাংলা স্টার রিপোর্ট-ছাত্রলীগের ঢাকা মহানগরের সম্মেলনে বিশৃঙ্খলাকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‌‘এমন ছাত্রলীগ আমরা চাই না। নিজেদের সুশৃঙ্খল করুন, সুসংগঠিত করুন। কথা শুনবে না, এমন ছাত্রলীগ আমাদের দরকার নেই। অপকর্ম করবে, এমন ছাত্রলীগ দরকার নেই। দুর্নামের ধারা থেকে ছাত্রলীগকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে। এটাই অঙ্গীকার।’

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার বার্ষিক যৌথ সম্মেলন শুরু হয় শুক্রবার (২ ডিসেম্বর) সোয়া ১১টায়। এ সময় বক্তৃতা দেওয়ার সময় ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেন তিনি।

সম্মেলনের শুরু থেকে মঞ্চে ছিলেন ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের চার নেতা জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হক।

ওবায়দুল কাদের বলেন, ‘আজ নানকের (জাহাঙ্গীর কবির নানক) মতো আপনাদের (ছাত্রলীগ) দায়িত্বপ্রাপ্ত সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী, যুবলীগের সাবেক চেয়ারম্যান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সময়ের অভাবে বক্তৃতা করতে পারলেন না। আপনারা মাইক ধরলে ছাড়েন না। পরে তো বলবেন খেয়াল থাকে না। আজ জুমার দিন, এটা খেয়াল থাকেনি?’

সম্মেলনে আমন্ত্রিত চার নেতা বক্তব্য দেওয়ার সুযোগ পাননি উল্লেখ করে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘নেতারা বক্তৃতা করতে পারেননি, তাহলে দাওয়াত দিলেন কেন? একটু একটু করেও বলতে পারলেন না? আপনারা দুজনেই এক ঘণ্টা! মনে নেই আজ শুক্রবার? লেখকের (লেখক ভট্টাচার্য) না হয় মনে নেই, জয়ের কি মনে ছিল না? এটা কোন ছাত্রলীগ?’

এ সময় নেতাকর্মীরা স্লোগান দিতে থাকলে ওবায়দুল কাদের বলেন, ‘যার নামে স্লোগান দেবেন, তাকে বানাবো না। নেত্রীকে বলে দেবো। স্লোগান যে দেবে, সে বাদ। বলে দিচ্ছি!’

শুক্রবার ১২টার আগে মঞ্চে উপস্থিত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তখনও ছাত্রলীগের মহানগরের এক নেতা বক্তব্য রাখছিলেন। এরপর আওয়ামী লীগের চার নেতাসহ অন্যদের বক্তব্য দেওয়ার সুযোগ না দিয়েই সোজা প্রধান অতিথি ওবায়দুল কাদেরের নাম ঘোষণা করা হয়।পরে তিনি বক্তব্য দিতে ডায়াসে এলে মঞ্চ থেকে নেমে যান জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হক।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,790FollowersFollow
20,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles