
বাংলা স্টার রিপোট-মাতৃত্বকালীন ছুটি শেষে কর্মস্থলে যোগদান করলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে তিনি কর্মস্থলে এসে যোগদান করেন। ছুটিকালীন সময়ে তাঁর পরিবর্তে মতলব দক্ষিণ উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএওন) ফাহমিদা হক, চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হেলাল চৌধুরী এবং সর্বশেষ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহ ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন।
বৃহস্পতিবার সকালে ইউএওন সানজিদা শাহনাজ কর্মস্থলে যোগদানের পর তাকে অভিনন্দন জানান চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহ, ১৪ নম্বর রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হজরত আলী বেপারী ও ইউএনও অফিসের সিএ দিদার হোসাইন।
এদিকে দীর্ঘদিন পরে কর্মস্থলে যোগদান করায় ইউএনও সানজিদা শাহ্নাজ কর্মস্থলে আসলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) চাঁদপুর সদর উপজেলা শাখা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সহ-সভাপতি বশির উল্যাহ খন্দকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল কুদ্দুছ আখন্দ রোকন, সাংগঠনিক সম্পাদক সালামত উল্যাহ খান শাহীন, সদস্য আবু বকর মানিক।