30 C
Bangladesh
Saturday, June 3, 2023
spot_img

মেঘনায় ট্রলারের ধাক্কায় নিঁখোজ জেলের লাশ পাঁচদিন পর উদ্ধার

বাংলা স্টার রিপোট-চাঁদপুর বড়স্টেশন মোলহেড এলাকার মেঘনা নদীতে নিঁখোজ জেলে শাহাবুদ্দিন সবুজের (২৫) লাশ ঘটনার পাঁচদিন পর ভাসমান অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করেছে নৌ পুলিশ। ২ ডিসেম্বর শুক্রবার বেলা বারোটার সময় বড়স্টেশন মোলহেড ট্রলারঘাট স্থান দিয়ে মৃতদেহটি ভেসে উঠে।

খবর পেয়ে চাঁদপুর নৌ থানা পুলিশ এবং নিহতের স্বজনরা সেখানে উপস্থিত হয়। এ ঘটনায় থানায় মামলা হবে বলে জানা যায়।

স্থানীয় সীত্র জানায়,গত ২৮ নভেম্বর সোমবার সকালে মেঘনার পশ্চিম পাড় রাজরাজেশ্বর থেকে জেলে নৌকাটি মাছ বিক্রি করার জন্য চাঁদপুর বড়স্টেশন মাছঘাটের দিকে আসতেছিল। এসময় পুরাণবাজার হতে তারাবুনিয়া চরের একটি যাত্রীবাহী ট্রলারে সাথে ধাক্কা লাগলে জেলে নৌকার ৪ আরোহীর মধ্যে শাহাবুদ্দিন প্রধানিয়া সবুজ নামে এক জেলে নদীতে ছিটকে পড়ে গিয়ে নিঁখোজ হয়।

ঘটনার পর পরই চাঁদপুর নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ করে।কিন্তু দুর্ঘটনাস্থল দিয়ে নদীর গভীরতা বেশি হওয়ায় নিঁখোজ জেলের সন্ধান পায়নি। সেই ঘটনার পাঁচদিন পর মৃতদেহটি পড়ে যাওয়া স্থান দিয়েই ভেসে উঠে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

নিহত শাহাবুদ্দিন চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের প্রধানিয়া কান্দির বাচ্চু প্রধানিয়ার ছেলে। দেড় বছর আগে সে বিয়ে করে।তার একটি শিশু সন্তান রয়েছে বলে জানা গেছে।নদীতে মাছ ধরেই পরিবারটি চলতো।একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শাহাবুদ্দিনের পরিবার এখন খুবই অসহায়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,795FollowersFollow
20,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles