29 C
Bangladesh
Sunday, October 1, 2023
spot_img

সরকারের অনেক উদ্যোগ রয়েছে প্রতিবন্ধীদের জন্য: কামরুল হাসান

বাংলা স্টার রিপোট- চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান বলেছেন, জেলায় প্রায় ৪৩ হাজার ব্যাক্তিকে সরকারি ভাতা দেয়া হচ্ছে। প্রতিবন্ধীদের উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত করতে হবে। সমাজের সবাইকে সচেতন করতে হবে। পুনর্বাসন করতে হলে প্রতিবন্ধী সেই ব্যক্তিকে আগেই ঠিক করতে হবে, যে বিষয়ে তিনি পারদর্শী।

শনিবার (০৩ ডিসেম্বর) সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ৩১তম আন্তর্জাতিক ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে চক্ষু শিবির, ফিজিওথেরাপি সেবা প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারের অনেক উদ্যোগ রয়েছে প্রতিবন্ধীদের সহায়তার জন্যে। আপনি প্রতিবন্ধী মানে অক্ষম নয়। প্রতিবন্ধী মানেই বিশেষভাবে সক্ষম। সরকার প্রস্তুত রয়েছে সাহায্য করার জন্যে। আপনাদেরও প্রস্তুত থাকতে হবে।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার।

সহকারি পরিচালক ফিরোজ আহমেদ মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন, প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সিভিল সার্জন প্রতিনিধি ডা. মো. জাহিদুজ্জামান প্রমূখ।

সভা শেষে ৩ জন অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,876FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles