
বাংলা স্টার রিপোট- বাংলাদেশ আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, চাঁদপুরের মাটি, শেখ হাসিনার ঘাটি। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোন শক্তি ষড়যন্ত্র করে আমাদের অগ্রযাত্রা ব্যহত করতে পারবে না। শেখ হাসিনার নেতৃত্বে আমাদের যে উন্নয়ন চলছে, তা অব্যাহত রাখতে হবে।
সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজকের যারা এই সম্মেলনে উপস্থিত হয়েছেন এবং চাঁদপুরবাসীকে প্রধানমন্ত্রী ও দেশনেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় সত্য ও সুন্দরের পক্ষে কাজ করে যাবে।
চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।সম্মেলনে জেলা, সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।